Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসির যৌক্তিক সিদ্ধান্তে আ. লীগের সমর্থন থাকবে: হানিফ


১২ নভেম্বর ২০১৮ ১৪:৪৯

ফাইল ছবি

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) যেকোনো যৌক্তিক সিদ্ধান্তে আওয়ামী লীগের সমর্থন থাকবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

সোমবার (১২ নভেম্বর) দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

হানিফ বলেন, নির্বাচন কমিশন (ইসি) সংবিধানের মধ্য থেকে তফসিল পেছানোসহ যেকোনো সিদ্ধান্তে আমাদের আপত্তি থাকবে না। আমরা জাতীয় সংবাদ নির্বাচন জোটগত ভাবে করবো। এটা সিদ্ধান্ত হয়েছে। জাতীয় পার্টি মহাজোটের অংশ হলেও তারা তাদের প্রতীকে নির্বাচন করবে। আওয়ামী লীগের জোটে সঙ্গে যারা আছে তারাই শুধু আমাদের প্রতীক ব্যবহার করতে পারবে।

তিনি বলেন, আমরা মনে করি নির্বাচনে অংশ নেওয়া প্রতিটা দলের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। ঐক্যফ্রন্ট নির্বাচনে আসার ঘোষণাকে আমরা স্বাগত জানাই। আমরা মনে করি আগামী নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

সারাবাংলা/এমএমএইচ/এমআই

ইসি নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর