Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারিখ না পেছালেও ঐক্যফ্রন্ট নির্বাচনে আসত: কাদের


১২ নভেম্বর ২০১৮ ১৪:২২

।। স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট ।।

ঢাকা: নির্বাচনের তারিখ না পেছালেও ঐক্যফ্রন্ট নির্বাচনে আসত ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের।

আজ সোমবার (১২ নভেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের তারিখ এক সপ্তাহ পেছানোর সিদ্ধান্তকে আওয়ামী লীগ সমর্থন করে। এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শুধু নির্বাচন কমিশনের। এখানে আওয়ামী লীগের কিছু করার নেই। ঐক্যফ্রন্ট নির্বাচনের তারিখ না পেছালেও নির্বাচনে আসত, এটা আমরা জানতাম। তাদের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাই।

ওবায়দুল কাদের আরও বলেন, এবার মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বোর্ড বিচার বিশ্লেষণ করে দেবে। প্রার্থীদের যোগ্যতা নির্ধারণে কয়েকটি সার্ভে করা হয়েছে। বিদেশি সংস্থাও সার্ভে করে তথ্য আপডেট করে দিয়েছে। ১৪ নভেম্বর থেকে মনোনয়ন প্রার্থীদের ইন্টারভিউ শুরু হবে। কিছু কিছু প্রার্থীর ইন্টারভিউ সভানেত্রী শেখ হাসিনা সরাসরি নিবেন।

আওয়ামী লীগের টিকেট পাওয়া মানেই বিজয়ী, এটা ভ্রান্ত ধারণা উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, কিছু কিছু পত্রিকায় এসেছে যে আওয়ামী লীগের টিকেট পাওয়া মানেই বিজয়ী। এটা একটা ভ্রান্ত ধারণা। যারা মনে করে তারা বড় মাপের ভুল করছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, মাহবুব আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান নওফেলসহ অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএমএইচ/এমআই

আওয়ামী লীগ ঐক্যফ্রন্ট নির্বাচন বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর