Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঠবাড়িয়ায় প্রেমের ফাঁদে ফেলে ছিনতাই, গ্রেফতার ২


১১ নভেম্বর ২০১৮ ১৯:৩৫ | আপডেট: ১১ নভেম্বর ২০১৮ ১৯:৪৮

।। লোকাল করেসপন্ডেন্ট ।।

মঠবাড়িয়া: পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রেমের ফাঁদে ফেলে এক ব্যবসায়ীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার দুইজন হলেন শিল্পী বেগম (২৫) ও ইকবাল (২৫)।

শনিবার (১০ নভেম্বর) গ্রেফতারের পর রোববার (১১ নভেম্বর) তাদের আদালতে হাজির করা হয়।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত হোসেন জানান, প্রেমের অভিনয় করে স্থানীয় ব্যবসায়ী জাকির হোসেনকে ফাঁদে ফেলে আটক করেন শিল্পী বেগম। এ কাজে তাকে সহযোগীতা করেন ইকবাল। তারা জাকিরকে আটকে ১০ লাখ টাকা চাঁদা দাবী করেন। সেইসঙ্গে তাকে মারধর করে নগদ তিন লাখ ২২ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসব অভিযোগে জানিয়ে শনিবার রাতে ব্যবসায়ী জাকির হোসেন নিজেই বাদী হয়ে ৯ জনকে আসামি করে অপহরণ, ছিনতাই ও চাঁদাবাজির মামালা দায়ের করেন। মঠবাড়িয়া থানা পুলিশ শনিবারই উপজেলার সাফা বন্দর থেকে অভিযুক্ত ইকবালকে গ্রেফতার করে। এরপর তার দেয়া তথ্যমতে পাশের ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি গ্রামের নানা বাড়ি থেকে শিল্পী আক্তারকেও গ্রেফতার করা হয়।

রোববার দুপুরে আদালতে ইকবাল স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন বলেও জানান ওসি।

সারাবাংলা/এসএমএন

ছিনতাই প্রেম মারধর

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর