ব্রাজিলে ভূমিধসে নিহত ১০
১১ নভেম্বর ২০১৮ ১৭:৩৪ | আপডেট: ১১ নভেম্বর ২০১৮ ১৭:৩৫
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
দুই দিনের ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে আরও ১১ জনকে। রোববার (১১ নভেম্বর) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে একথা জানানো হয়।
রাজ্যটির নিটেরো শহরে দুর্ঘটনাটি ঘটে বলে জানায় দেশটির ফায়ার সার্ভিস। কিছু বাড়ির ওপর পাথর ও কাদামাটির স্তূপ আছড়ে পড়ে। এখনো ধ্বংসস্তূপের নিচে কেউ চাপা পড়ে থাকতে পারে বলে উদ্ধারকারী দলের ধারণা।
আরও পড়ুন: প্রথম বিশ্বযুদ্ধ অবসানের একশ বছর
রিও সিভিল ডিফেন্স ডিপার্টমেন্টের প্রধান রোবার্টো রোবাদে বলেন, গত দুদিন ধরে বৃষ্টিপাত হচ্ছিলো এবং নিটেরো শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সেখানকার বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলা হয়েছিলো।
ব্রাজিলে প্রতিবছরই বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। ২০১১ সালে এ ধরনের দুর্যোগ শুধু রিও ডি জেনিরোতেই ১ হাজার জনের মৃত্যু হয়।
সারাবাংলা/এনএইচ