নৌকা প্রতীকে নির্বাচন করবে জাসদ
১১ নভেম্বর ২০১৮ ১৩:২৪ | আপডেট: ১১ নভেম্বর ২০১৮ ১৩:৩১
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে, প্রতিদ্বন্দ্বিতা করবে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। রোববার (১১ নভেম্বর) এ সংক্রান্ত চিঠি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার কাছে পাঠিয়েছে দলটি।
জাসদ সভাপতি হাসানুল ইনু স্বাক্ষরিত চিঠিতে সিইসির উদ্দেশে বলা হয়েছে, ‘আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনের মতই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন নিবন্ধিত রাজনৈতিক দল সমূহ নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচন করছে।’
‘এমতাবস্থায় গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ২০ এর ১ এর (এ) ধারা অনুযায়ী ১৪ দলীয় জোটের শরীক দল হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও ১৪ দলীয় জোট মনোনীত অভিন্ন প্রার্থীদের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সংরক্ষিত নির্বাচনি প্রতীক ‘নৌকা’ সংরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন।’
চিঠির অনুলিপি ইসি সচিব ও ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্ম-সচিবের কাছেও পাঠানো হয়েছে।
এদিকে, তরিকত ফেডারেশনও নৌকা প্রতীক চেয়ে ইসিতে চিঠি দিয়েছে। ইসি সচিবের কাছে এ সংক্রান্ত চিঠি দিয়েছেন দলটির মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী।
আরপিও অনুযায়ী, তফসিল ঘোষণার পরবর্তী তিনদিন অর্থাৎ রোববারের (১১ নভেম্বর) জোটগত নির্বাচনের তথ্য ইসিতে দিতে হয়।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বাছাই ২২ নভেম্বর, প্রত্যাহার ২৯ নভেম্বর আর ভোটগ্রহণ ২৩ ডিসেম্বর।
সারাবাংলা/জিএস/জেএএম