Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনিবন্ধিত দলের সদস্যরা নিবন্ধিত দলের প্রার্থী হতে পারবেন: ইসি


৯ নভেম্বর ২০১৮ ১৫:১৬ | আপডেট: ৯ নভেম্বর ২০১৮ ১৭:৫২

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন নেই এমন দলের সদস্যরা যে কোনো নিবন্ধিত দলের প্রার্থী হতে পারবেন। এক্ষেত্রে ডা. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট, একিউএম বদরুদ্দোজার নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট, হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের মধ্যে যারা নিবন্ধিত দলের সদস্য নয়, তারা নিবন্ধিত দলগুলোর প্রার্থী হতে পারবেন।

শুক্রবার(৯ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ তার কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান। এ বিষয়ে তিনি বলেন, অনিবন্ধিতরা নিবন্ধিত দলের সঙ্গে জোট করতে পারবে না। কিন্তু নিবন্ধিত দল চাইলে অনিবন্ধিত দলের সদস্যদের তাদের প্রতীকে প্রার্থীতা দিতে পারবে।

অনিবন্ধিতদের নির্বাচন থেকে দুরে রাখার ‘আইন নেই’ বলেও তিনি জানান।

দলের প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সংশ্লিষ্ট দলের ন্যূনতম তিন বছর সদস্য থাকার বিধান গণপ্রতিনিধিত্ব আদেশ থেকে ২০১৩ সালে তুলে দেওয়ায় এমন সুযোগ সৃষ্টি হয়েছে। ফলে বর্তমানে বিভিন্ন জোটের অনিবন্ধিত দলগুলোর পরিচিত নেতারা বড় কোনো দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন। শুধু তাই নয়, সম্প্রতি নিবন্ধন বাতিল হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতাদের বিএনপি বা অন্য কোনো দলের প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকছে।

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়েছে, দলটির সদস্য থাকা অবস্থায় কেউ যদি স্বতন্ত্র থেকে নির্বাচন করতে চায়, সেটা বন্ধ করার কোনো উপায় আছে কি না-এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, এমন কোনো আইন নেই। এই অবস্থায় জামায়াতে ইসলামের প্রার্থীরাও স্বতন্ত্র থেকেও নির্বাচন করতে পারবে।

বিজ্ঞাপন

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আগামী তিনদিনের মধ্যে দলগুলোকে জোটের তথ্য দিতে হবে। আমরা আজকেই চিঠি দেব।

সারাবাংলা/ জিএস/জেএএম

নিবন্ধিত দল নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর