ভারতে ছিলেন মনিকা রাধা, সাড়ে ৬ মাস পর সন্ধান
৭ নভেম্বর ২০১৮ ২২:০৫ | আপডেট: ৭ নভেম্বর ২০১৮ ২২:১৪
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে নিখোঁজের সাড়ে ৬ মাস পর সঙ্গীত শিক্ষক মনিকা বড়ুয়া রাধা’র সন্ধান মিলেছে। তিনি ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহাবুবর রহমান সারাবাংলাকে বলেন, মনিকা পশ্চিমবঙ্গে ছিলেন। অভ্যন্তরীণ প্রক্রিয়া শেষে তাকে আজ (৭ নভেম্বর) সাতক্ষীরা সীমান্ত দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাকে চট্টগ্রামে আনা হচ্ছে।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. কামরুজ্জামান সারাবাংলাকে বলেন, বৃহস্পতিবার (৮ নভেম্বর) বেলা ১১টায় সংবাদ সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।
চট্টগ্রামের সাংবাদিক দেবাশীষ বড়ুয়া দেবুর স্ত্রী মনিকা (৪৫) গত ১২ এপ্রিল লালখান বাজারের হাই লেভেল রোডের বাসা থেকে গান শেখানোর জন্য বের হয়েছিলেন, এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ বিষয়ে দেবাশীষ গত ১৩ এপ্রিল নগরীর খুলশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এরপর ২৮ এপ্রিল অপহরণ সন্দেহে মামলা করেন দেবাশীষ। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। দুই মেয়ের জননী মনিকা চট্টগ্রাম নগরীর কাতালগঞ্জের লিটল জুয়েলস স্কুলে গান শেখাতেন।
সারাবাংলা/আরডি/এমএইচ