চিরিরবন্দরে ট্রাকচাপায় কলেজ শিক্ষকের মৃত্যু
৭ নভেম্বর ২০১৮ ১৭:২৪ | আপডেট: ৭ নভেম্বর ২০১৮ ১৭:২৮
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
দিনাজপুর: দিনাজপুর চিরিরবন্দর উপজেলার কারেন্টহাটে ট্রাকের চাপায় ভূপতি রায় (৪০) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর চালক পালিয়ে গেছে। ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে দিনাজপুর-পার্বতীপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটেছে।
মৃত ভূপতি রায় দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ঝাঞ্জিরা গ্রামের মৃত জগেন্দ্র নাথ রায়ের ছেলে ও দিনাজপুর আদর্শ কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক।
দিনাজপুর চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম সারাবাংলাকে জানান, ট্রাকের চাপায় ঘটনাস্থলেই ভূপতি’র মৃত্যু হয়। এ ঘটনার পর চালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।
সারাবাংলা/এমআইআর/এমএইচ