তিন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
৭ জানুয়ারি ২০১৮ ১৪:৩২ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৮:৪৫
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা : সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়েছেন তিন আইনজীবী। তারা হলেন গাজী মামুন, জাহাঙ্গীর হোসেন ও হাসানুজ্জামান উজ্জল।
রোববার (০৭ জানুয়ারি) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে প্রশাসনিক কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ জানিয়েছেন।
কী কারণে পদত্যাগ করেছে সেটি জানা না গেলেও ধারণা করা হচ্ছে পদোন্নতি না হওয়ায় তারা এ পদ থেকে অব্যাহতি নিয়েছেন।
গত ৪ জানুয়ারি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে ৩৪ জনকে নিয়োগ দিয়েছে সরকার। সলিসিটর (দায়িত্বপ্রাপ্ত) রঞ্জন কুমার সাহা স্বাক্ষরিত রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপনে এ তালিকা প্রকাশ করা হয়।
সারাবাংলা/এজেডকে/একে