Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গণতন্ত্রের বিজয় দিবসে’ ফ্রান্সে আলোচনা সভা


৭ জানুয়ারি ২০১৮ ১২:৪৮ | আপডেট: ৭ জানুয়ারি ২০১৮ ১২:৫৬

অনুপম বড়ুয়া টিপু, প্যারিস থেকে

‘গণতন্ত্রের বিজয় দিবসে’ আলোচনা সভা করেছে আওয়ামী লীগের ফ্রান্স শাখা। প্যারিসের স্থানীয় গাড় দু নর্দ ক্যাফে ঢাকা হলে শুক্রবার (৫ জানুয়ারি)  বিকেলে এ  আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক  মহসিন উদ্দিন খাঁন লিটনের সঞ্চালনায়  প্রধান অতিথি ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের রাজনৈতিক উপদেষ্টা নাজিম উদ্দিন আহম্মেদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শাখা কমিটির সহ সভাপতি শাহজাহান রহমান, শেখ মো. শাহজাহান সারু, আলী আযম খান, যুগ্ম সম্পাদক ফয়সল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলী আহম্মেদ জুবের, তথ্য ও গবেষণা সম্পাদক তরিকুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক আব্দুল্লাহ আল তায়েফ, প্রচার সম্পাদক আমিন খান হাজারী, শিক্ষা ও সাহিত্য সম্পাদক রবিউল হাসান, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক আলী আক্কাস, যোগাযোগ বিষয়ক সম্পাদক হাসান আহম্মেদ, সদস্য বিশ্বজিৎ বৈরাগী, সোলায়মান মোড়ল প্রমুখ।

সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর