Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুবি’র ভর্তি পরীক্ষার সময় পরিবর্তন


৪ নভেম্বর ২০১৮ ২২:২১

।। কুবি করেসপন্ডেন্ট।।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে৷ রোববার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটি ও কেন্দ্র সচিবদের সমন্বয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে জানানো হয়, অনিবার্য কারণবশত বিশ্ববিদ্যালয়টির পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী শুধু ৯ নভেম্বরের (শুক্রবার) সকাল ১০টার ‘এ’ ইউনিটের পরীক্ষা ১০ নভেম্বর (শনিবার) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। অন্যান্য ইউনিটের সময়সূচি অপরিবর্তিত থাকবে। এ ইউনিটে আবেদনকারী শিক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লেখিত কেন্দ্র ও আসন বিন্যাস অপরিবর্তিত থাকবে।

উল্লেখ্য, এ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীনে মোট ১০৪০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬৩ হাজার ৩৬০ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৬১ জন শিক্ষার্থী।

সারাবাংলা/ আরএ

কুবি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর