Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পশ্চিমা বিশ্বে আশ্রয় চান আসিয়া বিবি


৪ নভেম্বর ২০১৮ ১৬:২৭

।। আন্তর্জাতিক ডেস্ক।।

ঢাকা: পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগ থেকে নিষ্কৃতি পাওয়া খ্রিস্টান নারী আসিয়া বিবির স্বামী যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা কানাডায় আশ্রয়ের আবেদন করেছেন। আসিয়ার স্বামী আশিক মাসিহ জানান, তারা পাকিস্তানে চরম ঝুঁকিতে  রয়েছেন। খবর বিবিসির।

ধর্ম অবমাননার অভিযোগে আট বছর ধরে মৃত্যুদণ্ডের আসামি হিসেবে আটক ছিলেন আসিয়া। বুধবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট এক রায়ে তার ওপর থেকে অভিযোগ সরিয়ে নেন। এ নিয়ে পাকিস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়।

রায়ে আদালত বলেন, অযৌক্তিক প্রমাণের ওপর ভিত্তি করে আসিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কিন্তু এখনও তাকে মুক্ত করে দেওয়া হয়নি। এদিকে, সহিংস বিক্ষোভের মুখে পড়ে পাকিস্তান সরকার তাকে দেশ ত্যাগ করতে না দিতে রাজি হয়েছে।

শনিবার, আসিয়ার হয়ে লড়া আইনজীবী সাইফ মূলক নিজের প্রাণনাশের আশঙ্কা করে পাকিস্তান ত্যাগ করেছেন।

উল্লেখ্য, আসিয়া বিবির আসল নাম আসিয়া নুরেন। তবে পাকিস্তানজুড়ে তিনি আসিয়া বিবি নামেই পরিচিত। ২০১০ সালে তার এক প্রতিবেশীর সঙ্গে ঝগড়ার সময় মহানবী (স)-কে অবমাননার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। এখন পর্যন্ত বেশ কয়েকটি দেশ তাকে আশ্রয় দিতে রাজি হয়েছে।

এদিকে শনিবার (৩ নভেম্বর) এক ভিডিও বার্তায় আসিয়ার স্বামী বলেন, তিনি নিজের ও তার পরিবারের নিরাপত্তা নিয়ে আতঙ্কিত রয়েছেন।

মাসিহ বলেন, আমি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি আমাদের সাহায্য করার জন্য। পাশাপাশি যতটুকু সম্ভব আমাদের স্বাধীনতা দেওয়ার জন্য।
যুক্তরাজ্যের পাশাপাশি তিনি কানাডা ও যুক্তরাষ্ট্রের নেতাদের প্রতিও আহ্বান জানান।

বিজ্ঞাপন

সারাবাংলা/ আরএ/একে

আরও পড়ুন: পাকিস্তানে ‘ফাদার অফ তালিবান’কে হত্যা

আসিয়া বিবি ধর্ম অবমাননা পাকিস্তান

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর