চট্টগ্রামে শিবির কার্যালয়ে বিস্ফোরণ, ঘিরে রেখেছে পুলিশ
৩ নভেম্বর ২০১৮ ২০:০৩ | আপডেট: ৩ নভেম্বর ২০১৮ ২২:৫৯
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর চকবাজার থানার চন্দরপুরা ডিসি রোডে শিবিরের কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। অভিযানের সময় পরপর চারটি বিস্ফোরণ ঘটলে পুলিশ শিবির কার্যালয় ঘিরে ফেলে।
শনিবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ব্লক রেড দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দ শোনা যায়। এরপর শিবির কার্যালয়ের চারতলা ভবন থেকে ধোঁয়া বের হতে দেখে আমরা শিবির কার্যালয় ঘিরে ফেলি।
নগর পুলিশের উপ-কমিশনার মেহেদী হাসান সারাবাংলাকে জানান, আমরা ধারণা করছি যে চারটি বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পেয়েছি, সেটা আসলে বোমা ছিল। ইতোমধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ ফোর্স ডাকা হয়েছে।
তিনি বলেন, আমরা জানতে পেরেছিলাম, শিবির কার্যালয়ে অনেক সক্রিয় সদস্যরা ছিল। পুলিশ ব্লক রেড চালালে তারা কার্যালয়ের ভেতরে বোমা বিস্ফোরণ ঘটায় এবং আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।
সারাবাংলা/আরডি/এটি