Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে ‘ফাদার অফ তালিবান’কে হত্যা


৩ নভেম্বর ২০১৮ ১৩:০৯

।। আন্তর্জাতিক ডেস্ক।।

পাকিস্তানের ধর্মীয় ও রাজনৈতিক নেতা সামিউল হক (৮০) নিজ বাসায় খুন হয়েছেন। এ কথা জানিয়েছেন, তার পরিবারের সদস্যরা। জঙ্গি গোষ্ঠী তালিবানের শীর্ষ নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এজন্য ‘ফাদার অফ তালিবান’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন সামিউল। খবর আল জাজিরার।

শুক্রবার (২ নভেম্বর) দেশটির উত্তরাঞ্চলীয় শহর রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে অজ্ঞাত হামলাকারীর ছুরিকাঘাতে নিহত হন সামিউল। তার ছেলে হামিদুল্লাহ স্থানীয় টেলিভিশনকে জানান, ১৫ মিনিটের জন্য তার দেহরক্ষী কক্ষ ছেড়ে যায়। ফিরে এসে তাকে রক্তাক্ত অবস্থায় আবিষ্কার করে।  নিজ কক্ষে খুন তিনি।

সামিউল হক পাকিস্তানে একজন বিভেদ সৃষ্টিকারী রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত ছিলেন। তালিবানের সঙ্গে তার বেশ গভীর সম্পর্ক ছিল। তালিবানের প্রতি তিনি প্রকাশ্যেই সমর্থন জানিয়েছেন। কিন্তু তালিবানের মতো অস্ত্র হাতে তুলে না নিয়ে তার দল নির্বাচনে অংশ নেয়।

১৯৮০ ও ১৯৯০’র দশকে সামিউল পাকিস্তানে একাধিকবার সিনেটর হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৩ সালে আবারো নির্বাচনে জয় পান সামিউল। দায়িত্ব পালন করেন ২০০৯ সাল পর্যন্ত।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এক বিবৃতিতে সামিউল হক হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন।

সারাবাংলা/ আরএ/এনএইচ

আরও পড়ুন: মিটু আন্দোলন; এবার ধর্ষণের অভিযোগ আকবরের বিরুদ্ধে 

খুন তালিবান পাকিস্তান

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর