Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুটি বেঁধেছেন জোভান-তাসনুভা


২ নভেম্বর ২০১৮ ১৪:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোভান

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

মডেল, অভিনেতা জোভান এবার জুটি বেঁধেছেন তাসনুভার সঙ্গে। জুটি হয়ে তারা অভিনয় করেছেন একটি মিউজিক ভিডিওতে। গানের শিরোনাম ‘তোমাকে খুঁজি’। বৃহস্পতিবার অনলাইনে প্রকাশ পেয়েছে গানটি।

গানের কণ্ঠশিল্পী দীন ইসলাম শাহরুখ। নবীন এই কণ্ঠশিল্পীর জন্য গানের কথা ও সুর করেছেন আকিব খান অভির। আর মিউজিক কম্পোজ করেছেন শিল্পী শাহরুখ নিজেই। ভিডিওটি পরিচালনা করেছেন মোহন আহমেদ।

নতুন গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী শাহরুখ বলেন, ‘একটি অন্যরকম প্রেমের গান এটি। এই সময়ের তরুণরা যে ধরনের গান পছন্দ করেন, গানটি সেরকমই একটা গান। আশা করছি শ্রোতারা নিরাশ হবেন না।’

বিজ্ঞাপন

গানটি প্রকাশ পেয়েছে লায়নিকের ব্যানারে। এই প্রতিষ্ঠান থেকেই তার আরও কিছু গান প্রকাশের অপেক্ষায় রয়েছে বলে জানয়েছেন শিল্পী।

সারাবাংলা/পিএ

বিজ্ঞাপন

আরো