Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আব্দুল আউয়াল মিন্টুকে দুদকে তলব


৩১ অক্টোবর ২০১৮ ১৫:১১ | আপডেট: ৩১ অক্টোবর ২০১৮ ১৫:৪৫

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বিদেশে অর্থ পাচারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির উপপরিচালক সামছুল আলমের তলবি নোটিশে আগামী ৫ নভেম্বর তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়েছে।

বুধবার (৩১ অক্টোবর) দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মিন্টুর বিরুদ্ধে প্রকৃত তথ্য গোপন করে একাধিক ভুয়া অডিট রিপোর্ট তৈরি করে ব্যাংকসহ বিভিন্ন সরকারি দফতরে জমা দিয়ে ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে। একইসঙ্গে শত শত কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগও তার বিরুদ্ধে বলে দুদক জানিয়েছে।

দুদক বলছে, বিভিন্ন ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতায় সন্দেহজনক লেনদেন ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মতো অভিযোগও রয়েছে আবদুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে।

সারাবাংলা/ইএইচটি/জেএএম

আব্দুল আউয়াল মিন্টু দুদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর