Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও অনেক দলের সঙ্গে আলোচনা হতে পারে: কাদের


৩১ অক্টোবর ২০১৮ ১৩:১৩ | আপডেট: ৩১ অক্টোবর ২০১৮ ১৩:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: ঐক্যফ্রন্ট ছাড়া আরো অনেক দলের সাথে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক-পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৩১ অক্টোবর) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি এ্যানিক বর্ডিন এবং জার্মানির রাষ্ট্রদূত পিটার ফারেনহোতি এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আরো অনেক দলের সাথে আলোচনা হতে পারে কিন্তু শিডিউলের কারণে খুব বেশি সময় পাওয়া যাবেনা।

তিনি বলেন, সংলাপে আগামির রাজনীতি সম্পর্কে অনেক কিছু জানা যাবে। ঐক্যফ্রন্ট যুক্তফ্রন্টের বাইরেও আলোচনা হতে পারে। আগামি মাসের ৪ অথবা ৫ তারিখে নির্বাচনি তফসিলের শিডিউল ঘোষণা হতে পারে

বিজ্ঞাপন

তবে, বিএনপিকে খালেদা জিয়ার মামলা আইনগতভাবে মোকাবেলা করতে হবে বলেই জানান ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, ফ্রান্স, জার্মানির রাষ্ট্রদূত সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আশা জানিয়েছেন। সংবিধান সংশোধন নিয়ে ঐক্যফ্রন্ট আলোচনা করলে তারও জবাব দেয়া হবে বলে জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সংলাপের বিষয়ে আন্তরিক। জাতীয় ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্ট ছাড়াও অন্য দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে চান তিনি। যেসব দল প্রস্তাব দেবেন প্রধানমন্ত্রী তাদের সঙ্গেই সংলাপে বসতে আগ্রহী।

সারাবাংলা/এইচএ/জেএএম

বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো