এস আলম কয়লা বিদ্যুৎ কেন্দ্রবিরোধী আন্দোলনের নেতা লিয়াকত গ্রেফতার
৩১ অক্টোবর ২০১৮ ১১:০৮ | আপডেট: ৩১ অক্টোবর ২০১৮ ১১:২৫
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বাঁশখালীতে শিল্পগ্রুপ এস আলমের কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরুদ্ধে রক্তক্ষয়ী আন্দোলন করে আলোচনায় আসা বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মো. লিয়াকত আলী গ্রেফতার হয়েছেন।
মঙ্গলবার (৩০ অক্টোবর) রাতে লিয়াকতকে নগরীর স্টেশন রোড থেকে নগর গোয়েন্দা পুলিশের টিম তাকে গ্রেফতার করেছে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম সারাবাংলাকে বলেন, লিয়াকত চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে। যাচাইবাছাই চলছে। লিয়াকত আলীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, খুন, অস্ত্র আইনেসহ ২৪টি মামলা আছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
২০১৬ সালের ৪ এপ্রিল গণ্ডামারা ইউনিয়নে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করে বসতভিটা রক্ষা কমিটির ব্যানারে আন্দোলনে পুলিশের সাথে ত্রিমুখী সংঘর্ষের চারজন নিহত হন। আন্দোলনকারী বসতভিটা রক্ষা কমিটির আহ্বায়ক ছিলেন লিয়াকত আলী।
ওই বছরের ১৬ মে লিয়াকতের বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের পর তার অস্ত্র আইনে মামলাও হয়। বিএনপি নেতা লিয়াকত আলী পরে বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।
সারাবাংলা/আরডি/এমএইচ