Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ


৩০ অক্টোবর ২০১৮ ১২:১৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

রাঙ্গামাটি: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭ বছরের সাজার প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো।

মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা বিএনপির কাঠালতলী দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা বিএনপির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার (দীপু), জেলা যুবদলের সভাপতি সাইফুল আলম শাকিল, জেলা ছাত্রদলের ফারুক হোসেন সাব্বিরসহ অন্যান্যরা।

সমাবেশে বক্তারা এই রায়কে ‘ফরমায়েশি’ অ্যাখা দিয়ে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাজা প্রত্যাহারের দাবি জানান। বক্তারা বলেন, আওয়ামী লীগ পুনরায় ভোটারবিহীন নির্বাচনের লক্ষ্যে বেগম জিয়াকে মিথ্যা মামলায় একের পর এক সাজা দিচ্ছেন।

বাংলার মানুষ সরকারের এই অবৈধ কাজ সমর্থন করে না দাবি করে বক্তারা বেগম জিয়ার সব মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত মুক্তির দাবি জানান।

সারাবাংলা/এমএইচ

বিএনপি নেতারা বিক্ষোভ সমাবেশ রাঙ্গামাটি

বিজ্ঞাপন

ফর্মে ফিরেও বাবরের আক্ষেপ
৬ জানুয়ারি ২০২৫ ১২:২১

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর