তফসিল ঘোষণার পর এনআইডি সেবা বন্ধ
২৮ অক্টোবর ২০১৮ ১৬:০২ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ২০:০৫
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হলে সব ধরনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা সংক্রান্ত কার্যক্রম বন্ধ থাকবে। তফসিল ঘোষণার পর থেকে সংসদ নির্বাচনের দিন পর্যন্ত এই সেবা দেয়া থেকে বিরত থাকবে নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি শাখা। ফলে তফসিল থেকে নির্বাচন পর্যন্ত প্রায় কমপক্ষে ৫০ দিন জাতীয় পরিচয়পত্র সংশোধন, স্থানান্তর বিষয়ক সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ থাকবে।
ইসির যুগ্মসচিব (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান অারজু সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসি সূত্র জানায়, গত ২৩ অক্টোবর ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক (মানব সম্পদ ও প্রশিক্ষণ) মোছাম্মদ সিরাজুর মনিরা চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে উল্লেখিত সেবা কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি বলা হয়েছে। এতে বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত জাতয়ি পরিচয়পত্র সেবা সংক্রান্ত নসকল কার্যক্রম বন্ধ থাকবে। তাই সকল অঞ্চলের অনিষ্পন্ন নথি সমৃহ নিস্পন্ন করার জন্য অফিস সময়ের পরও অতিরিক্ত সময় কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
ইসির অফিস আদেশে আরো বলা হয়েছে, আগামী ১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটা পর্যন্ত অফিস খোলা রেখে ভোটার তালিকার সিডি, স্থানান্তর আবেদন ও জাতীয় পরিচয় পত্রের সংশোধনের আবেদন সমৃহ নিষ্পন্ন করতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এবং আইডিইএ শাখা থেকে অনুরোধ করা হয়েছে।
একই সঙ্গে অফিস আদেশে আরো বলা হয়, আগামী ২ নভেম্বর প্রত্যেক অঞ্চল থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট কাজের একটি সমাপনী প্রতিবেদন প্রস্তুত করে পরিচালক (অপারেশন) এর কাছে দাখিল করতে হবে।
ইসি সূত্র জানায়, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন সংক্রান্ত কার্যক্রম ব্যতিত অন্য সব ধরনের কার্যক্রম ১ নভেম্বর থেকে বন্ধ রাখা হচ্ছে। অন্যদিকে নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি নিয়ে আগামী ৩১ অক্টোবর আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক করবে ইসি।
বৈঠকের পরদিন ১ নভেম্বর সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎতের পর ২ ও ৩ নভেম্বর সরকারি ছুটি থাকায় আগামী ৪ নভেম্বর কমিশন সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওইদিন কমিশন সভা শেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। আর ৪ নভেম্বর তফসিল ঘোষণা করা হলে ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে, অর্থাৎ ১৮ থেকে ২০ ডিসেম্বর— এই তিন দিনের যেকোনো একদিন নির্বাচন অনুষ্ঠিত হবে।
আগের জাতীয় নির্বাচনগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, সাধারণ তফসিল ঘোষণার পর ৪০ থেকে ৪৫ দিন পর সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে, ২০১৩ সালের ২৫ নভেম্বর কমিশন সভা শেষে দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল রকিব উদ্দিন কমিশন। সেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ৫ জানুয়ারি। ওই বছর, তফসিল ঘোষণার ৪১ দিন পর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তবে এবারের নির্বাচন তফসিল ঘোষণার ৪৫ থেকে ৪৮ দিনের মধ্যে হবে বলে সারাবাংলাকে জানিয়েছেন ইসি কমিশনার রফিকুল ইসলাম।
উল্লেখ্য, আগামী আগামী ৩০ অক্টোবরের পর ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আইনি বাধ্যবাধকতা রয়েছে।
সারাবাংলা/জিএস/একে
ইসি একাদশ সংসদ নির্বাচন জাতীয়-নির্বাচন তফসিল ঘোষণা নির্বাচন কমিশন