সরকারকে কাঠগড়ায় দাঁড় করানোর হুঁশিয়ারি ড. কামালের
২৭ অক্টোবর ২০১৮ ১৭:৩২ | আপডেট: ২৭ অক্টোবর ২০১৮ ২০:১১
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
চট্টগ্রাম ব্যুরো: সরকার অসাংবিধানিক কর্মকাণ্ড করছে- এমন অভিযোগ এনে সরকারকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন।
চট্টগ্রামে ঐক্যফ্রন্টের সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।
ড. কামাল বলেন, ‘সাত দফা দাবি দিয়েছি, মেনে নিন। তা না হলে আপনাদের আইনের কাঠগড়ায় উঠতে হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ কারও পৈত্রিক সম্পত্তি নয়। এদেশের মালিক ১৬ কোটি জনগণ।’
‘যারা ১৬ কোটি মানুষকে কষ্ট দেয়। আমি বেঁচে থাকলে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের শাস্তি নিশ্চিত করব’ বলেন ড. কামাল হোসেন।
সারাবাংলা/আরডি/একে