চট্টগ্রামে ঐক্যফ্রন্টের সমাবেশে নির্বাচনী আমেজ
২৭ অক্টোবর ২০১৮ ১৪:৩৭ | আপডেট: ২৭ অক্টোবর ২০১৮ ১৬:০৩
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে শুরু হয়েছে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ। এই সমাবেশ ঘিরে রয়েছে অনেকটা নির্বাচনী আমেজ। তবে মঞ্চে উপবিষ্ট জোটের নেতারা বলেছেন, এই সরকারের অধীনে কোন নির্বাচন হবে না। নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে ছাড়া কোন নির্বাচন হবে না।
অন্যদিকে সমাবেশে আসা বিএনপির নেতাকর্মীদের অনেকেই এসেছেন দলের নির্বাচনী প্রতীক ধানের শীষ হাতে।
‘এমপি হিসেবে দেখতে চাই’, বিভিন্ন নেতার নাম ও ছবি সম্বলিত এমন দাবির পোস্টার-ব্যানারও নিয়ে এসেছেন অনেকে। আবার খালেদা জিয়ার মুক্তি দাবি করে অনেক নেতার নামে পোস্টার-ব্যানার নিয়েও হাজির হয়েছেন নেতাকর্মীরা।
সমাবেশে খালেদা জিয়ার মুক্তি দাবি করে মুহুর্মুহু স্লোগান উঠছে। তারেক রহমানের নামেও স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা।
সমাবেশ মঞ্চে আছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
সমাবেশে সভাপতিত্ব করছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।
আরো পড়ুন : ফুটপাতে সমাবেশ মঞ্চ, আসতে শুরু করেছেন নেতাকর্মীরা
সারাবাংলা/আরডি/এসএমএন