Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুটপাতে সমাবেশ মঞ্চ, আসতে শুরু করেছেন নেতাকর্মীরা


২৭ অক্টোবর ২০১৮ ১১:৪৭ | আপডেট: ২৭ অক্টোবর ২০১৮ ১৬:৪৪

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

চট্টগ্রাম ব্যুরো: ঐক্যফ্রন্টের সমাবেশ শুরুর প্রায় চারঘন্টা আগে থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গত (শুক্রবার) রাত থেকে শুরু হওয়া সমাবেশের মঞ্চ তৈরির কাজ সকাল ১১টার দিকেও পুরোপুরি শেষ হয়নি।

এর মধ্যেই সমাবেশস্থলে মাঝে মাঝে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে স্লোগান উঠছে।

এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামী আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা শনিবার (২৭ অক্টোবর) সকালে চট্টগ্রামে পৌঁছেছেন। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না শুক্রবার রাতেই চট্টগ্রামে এসেছেন।

সকালে চট্টগ্রামে পৌঁছে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা নগরীর জেল রোডে আমানত শাহ’র মাজার জিয়ারত করেছেন বলে সারাবাংলাকে জানিয়েছেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।

সকাল ১১টার দিকে নাসিমন ভবনে নগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা গেছে, ফুটপাতে মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। শ্রমিকরা মঞ্চে সাদা পর্দা লাগাচ্ছেন। চট্টগ্রাম মহানগর বিএনপির নেতারা মঞ্চ নির্মাণের কাজ তদারক করছেন।

মঞ্চের সামনে জড়ো হয়েছেন বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক’শ নেতাকর্মী। সেখানে বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্লোগান দেওয়া হচ্ছে। সমাবেশস্থলের আশপাশে লাগানো হয়েছে বেগম খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাদের মুক্তি চেয়ে পোস্টার।

দুপুর ২টা থেকে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

নগরীর লালদিঘী ময়দানে সমাবেশের অনুমতি চেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাছে আবেদন করেছিল নগর বিএনপি। তবে পুলিশ লালদিঘীতে সমাবেশের অনুমতি না দিয়ে ঐক্যফ্রন্টকে ২৫ শর্তে নাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দেয়।

বিজ্ঞাপন

জাতীয় ঐক্যফ্রন্ট গঠনের পর দ্বিতীয় সমাবেশ চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম সমাবেশ হয়েছে গত ২৪ অক্টোবর সিলেটে।

সারাবাংলা/আরডি/একে

ঐক্যফ্রন্টের সমাবেশ চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর