Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে ছড়িয়ে পড়েছে ‘মাতাল’!


২৬ অক্টোবর ২০১৮ ১৫:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাতাল

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

এ সপ্তাহের নতুন ছবির নাম ‘মাতাল’। শাহিন সুমন পরিচালিত ছবিতে অভিনয় করেছেন সাইমন সাদিক ও অধরা খান। দেশের ৭৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি।

গত সপ্তাহে ‘নায়ক’ আর এই সপ্তাহে ‘মাতাল’ সিনেমার মাধ্যমে পর পর দুই সপ্তাহে মুক্তি পেল নবীন চিত্রনায়িকা অধরা খান অভিনীত সিনেমা।

স্বাভাবিকভাবেই অনেক খুশি এই চিত্রনায়িকা। আনন্দ প্রকাশ করে বলেন, ‘পর পর দুই সপ্তাহে আমার অভিনীত নতুন দুটি সিনেমা মুক্তি পেয়েছে। খুবই ভালো লাগছে। ছবি দেখে দর্শকদের ভালো লাগছে আরও খুশি হবো। তবে প্রথমে ছবির নাম শুনে আমার কেমন যেন লেগেছিল। কিন্তু ছবির গল্প এবং পরে অভিনয় করে সেই কেমন লাগা কেটে গেছে।’

বিজ্ঞাপন

ফিল্ম ইন্ডাস্ট্রি, নবাগত অভিনেত্রী এবং একজন সন্ত্রসীর ভালোবাসার গল্প নিয়ে গড়ে উঠেছে ‘মাতাল’ সিনেমার গল্প। মিশা সওদাগরের পাশাপাশি জয়রাজকেও দেখা যাবে খল চরিত্রে। গল্পের প্রয়োজনে ছবিতে ব্যবহার করা হয়েছে পুরনো সিনেমা গান ‘মনেরই ছোট্ট ঘরে আগুন লেগেছে হায়রে।’

ছবির চিত্রনাট্য লিখেছেন ফেরদৌস হাসান রানা। সাইমন, অধরা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন শিপন, অরিন।

সারাবাংলা/পিএ

বিজ্ঞাপন

যমুনা গ্রুপে চাকরির সুযোগ
২০ ডিসেম্বর ২০২৫ ০০:৪২

আরো