Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সংস্কারপন্থীদের ফেরানো হচ্ছে দলীয় সিদ্ধান্তেই’


২৬ অক্টোবর ২০১৮ ১৩:৩৪ | আপডেট: ২৬ অক্টোবর ২০১৮ ১৪:২২

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: দলীয় সিদ্ধান্ত অনুযায়ীই ওয়ান-ইলেভেনের সংস্কারপন্থীদের বিএনপিতে ফেরানো হচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৬ অক্টোবর) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। যুবদলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে জিয়ার কবরে ফুল দিতে যান বিএনপি মহাসচিব।

আরও পড়ুন- ‘দাবি না মেনে তফসিল ঘোষণা হলে ঝড় উঠবে’

এর আগে বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাতে ওয়ান-ইলেভেনের কয়েকজন সংস্কারপন্থী নেতাকে দলে ফিরিয়ে আনে বিএনপি।

সংস্কারপন্থীদের দলে ফেরানোর বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যারা দলের বাইরে নিস্ক্রিয় ছিলে, তাদের দলে ভূমিকা পালন করার সুযোগ করে দিতেই সক্রিয় করা হচ্ছে। এটা দলীয় সিদ্ধান্ত অনুযায়ীই হচ্ছে।’

আওয়ামী লীগ আবারও একতরফা নির্বাচন করতে চায় অভিযোগ করে তিনি বলেন, ‘অন্যান্য দল যেন নির্বাচনে না আসে, সেই ব্যবস্থা করছে আওয়ামী লীগ। ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচন করে তারা ক্ষমতায় যেতে চায়।’

ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের লক্ষ্যটা হচ্ছে, বিরোধী দলগুলোকে বাইরে রেখে নির্বাচন করা। এজন্য বাংলাদেশের গণতন্ত্রে যার (বেগম খালেদা জিয়া) অবদান সবচেয়ে বেশি, তাকে জেলে নিয়েছে এবং বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করছে।’

‘বর্তমান ক্ষমতাসীনরা দেশে পুরোপুরিভাবে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করেছে। তাদের লক্ষ্যই হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা। সেই লক্ষ্যই তারা কাজ করছে,’— বলেন ফখরুল।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ। সরকার যা চাইছে, তারা তাই করছে। এই নির্বাচন কমিশনের অধীনে যে সুষ্ঠু নির্বাচন হবে না, তা আমরা বারবার বলেছি। এটা শুধু বিশ্বাসের কথা নয়, এটাই বাস্তবতা। সুতরাং বর্তমান নির্বাচন কমিশন কখনোই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হবে না।‘

সারাবাংলা/এজেড/টিআর

বিএনপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর