Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামের সঙ্গে খাগড়াছড়ি-রাঙামাটির বাস যোগাযোগ বন্ধ


২৫ অক্টোবর ২০১৮ ১৩:৫৫

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

খাগড়াছড়ি : চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের হাতে পরিবহন শ্রমিক নির্যাতনের প্রতিবাদে রাঙামাটির মতো খাগড়াছড়িতেও বাস ধর্মঘট কর্মসূচি পালন করছেন পরিবহন শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকাল থেকে খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে বাস চলাচল বন্ধ রয়েছ। পরিবহন শ্রমিকদের এই ধর্মঘটে সংহতি জানিয়েছেন মালিকরা।

এদিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।

গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে পরিবহন শ্রমিকদের মারধর করে পুলিশ। এর প্রতিবাদে ও দোষী পুলিশের শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিবহন শ্রমিক সংগঠনগুলো।

খাগড়াছড়ি পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ইউনুছ মিয়া জানান, চট্টগ্রামের শ্রমিক ইউনিয়নের কর্মসূচিতে সংহতি জানিয়ে সমমনা সব সংগঠন ধর্মঘট পালন করছে। যার কারণে খাগড়াছড়িতেও সকাল-সন্ধ্যা বাস ধর্মঘট চলছে।

সারাবাংলা/এসএমএন

খাগড়াছড়ি বাস যোগাযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর