‘কামাল হোসেনদের ভাড়া করে ঐক্য করেছে বিএনপি’
২২ অক্টোবর ২০১৮ ১৩:১৮ | আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ১৩:২১
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত আবার ষড়যন্ত্র শুরু করেছে। আর সেজন্যই তারা ড. কামাল হোসেনসহ মান্নাদের ভাড়া করে ঐক্য করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
সোমবার (২২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘ড. কামাল গংদের দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত’ শীর্ষক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
হাসান মাহমুদ বলেন, ‘ঐক্য বলে কিছু নেই, জাতীয় ঐক্যের নাম দিয়ে মেয়াদ উর্ত্তীণ নেতাদের নিয়ে ষড়যন্ত্র করছে বিএনপি।’
ড. কামাল হোসেন বর্ষা কালের কোলা ব্যাঙ। আওয়াজ বড় কিন্তু কিছু করে দেখানোর ক্ষমতা রাখে না উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কামাল হোসেনের স্ত্রী পাকিস্তানি ও তার মেয়ের জামাই ইজরাইলের ইহুদি। আর বিএনপি এখন ইহুদীর পাল্লায় পড়েছে। আগামী নির্বাচনে ভরাডুবি জেনেই এই ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে।’
আওয়ামী লীগের এই মুখপাত্র বলেন, ‘বিএনপির রাজনীতি এখন জিয়া পরিবারের হাতে নাই। ফখরুল ও মওদুদ মিলে কামাল হোসেনের পক্ষ নিয়ে খালেদা জিয়াকে মাইনাস করে দিয়েছে। শেখ হাসিনাকে মাইনাস করতে ড. কামাল হোসেন ব্যর্থ হলেও খালেদা জিয়াকে মাইনাস করতে তিনি সফল হয়েছেন।’
সারাবাংলা/এসও/এমও