রাবিতে ভর্তি পরীক্ষা শুরু
২২ অক্টোবর ২০১৮ ০৯:৫৪ | আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ০৯:৫৮
।। রাবি করেসপন্ডেন্ট।।
রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
সোমবার (২২ অক্টোবর) সকাল ৮টায় ‘সি-১’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
রাবি জনসংযোগ সূত্রে জানা গেছে, এ বছর পাঁচটি ইউনিটে ১০টি গ্রুপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমদিন সোমবার সকাল ৮টায় ‘সি-১’, সকাল ১০টায় ‘সি-২’, দুপুর ১২টায় ‘ডি-১’, আড়াইটায় ‘ডি-২’ এবং বিকাল সাড়ে ৪টায় ‘বি-১’ গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল সকাল ৮টায় ‘বি-২’, সকাল ১০টায় ‘ই-১’, দুপুর ১২টায় ‘ই-২’, আড়াইটায়, ‘এ-১’ এবং বিকাল সাড়ে ৪টায় ‘এ-২’ গ্রুপের পরীক্ষার মধ্যদিয়ে ভর্তি পরীক্ষা শেষ হবে। এ বছর পাঁচটি ইউনিটের আওতায় ৫৯টি বিভাগে মোট ৪ হাজার ২৭৩টি আসনের বিপরীতে এক লাখ ৪৭ হাজার ৭৫০টি প্রবেশপত্র সংগ্রহ করেছেন ভর্তিচ্ছুরা।
প্রক্টর প্রফেসর লুৎফর রহমান জানিয়েছেন, পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসে ভ্রাম্যমাণ আদালত ও প্রক্টরিয়াল বডি সার্বক্ষণিক টহলে থাকবে।
রুয়েটের ভর্তি পরীক্ষার ফল ৩১ অক্টোবর : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৮-১৯ সেশনে প্রথমবর্ষ স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষা রোববার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ৩১ অক্টোবর। পরীক্ষার ফলাফল প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ড এবং www.ruet.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
সারাবাংলা/এমএইচ