সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু
২২ অক্টোবর ২০১৮ ০৮:৫৭ | আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ১২:২৪
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
চাঁদপুর: চাঁদপুরে হাজীগঞ্জে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশায় থাকা বাবা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আহতদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২২ অক্টোবর) ভোরে উপজেলার চাঁদপুর-কুমিল্লা সড়কের বাকিলায় এ দুর্ঘটনা ঘটেছে।
মৃতরা হলেন, শাহরাস্তি উপজেলার উয়ারুক এলাকার পাটোয়ারী বাড়ির এলেম হোসেন (৪৫), তার ছেলে আবু সুফিয়ান (২০) এবং পার্শবর্তী সরসই গ্রামের একরাম হোসেন (২২)। আহতরা হলেন বিল্লাল হোসেন ও সিএনজি চালক শাহজাহান।
পুলিশ জানায়, সোমবার ভোর চারজন যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটো রিকশা চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার থেকে চাঁদপুর সদরের দিকে যাছিল। পথে গোগরা এলাকায় বিপরীত দিকে আসা কাভার্ডভান সিএনজি চালিত অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন জন মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহগুলো থানায় নিয়ে যায়। আহত দুইজনকে চাঁদপুর সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, দুর্ঘটনার শিকার সবার বাড়ি শাহরাস্তির উয়ারুক এলাকায়। তারা মাছ ধরতে চাঁদপুর যাচ্ছিলেন। মরদেহ তিনটি হাজীগঞ্জ থানায় রাখা হয়েছে। দুর্ঘটনা ঘটিয়েই ঘাতক যানটি দ্রুত চলে যায় এবং কেউ তা দেখতে পায়নি।
সারাবাংলা/এমএইচ