Friday 19 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়নুলের নেতৃত্বে ‘জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট’ গঠন


২০ অক্টোবর ২০১৮ ২০:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যকে সমর্থন জানিয়ে ‘জাতীয় আইনজীবী ঐক্য ফ্রন্ট’ গঠিত হয়েছে।

শনিবার (২০ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে আহ্বায়ক ও সম্পাদক মাহবুব উদ্দিন খোকনকে সদস্য সচিব করে এ কমিটি ঘোষণা করা হয়।

জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের সদস্য হিসেবে ব্যারিস্টার মঈনুল হোসেন, খন্দকার মাহবুব হোসেন, সুব্রত চৌধুরী, এ জে মোহাম্মাদ আলী, অ্যাডভোকেট সাইদুর রহমান, জগলুল হায়দার আফ্রিক, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদারসহ ৩০১ আইনজীবীর নাম উল্লেখ করা হয়েছে।

পরে এ সংগঠনের মুখপাত্র ব্যারিস্টার এহসানুর রহমান জানান, প্রবীণ রাজনীতিবিদ ড. কামাল হোসেনের নেতৃত্বে গণতন্ত্র, আইনের শাসন, ও ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় পর্যায়ে গঠিত জাতীয় ‍যুক্তফ্রন্টের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করছে এবং যুক্তফ্রন্টের প্রতি আইনজীবীদের সমর্থন বাড়াতে এ সংগঠন কাজ করে যাবে বলেও তিনি জানান।

বিজ্ঞাপন

এ লক্ষে আগামী ২৫ অক্টোবর জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট প্রথম সভা করবে বলেও তিনি জানান। এর আগে, গত ২৫ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির সভাপতি জানিয়েছিলেন, আইনজীবী তথা পেশাজীবীদের নিয়ে মহাসমাবেশ করবেন তারা।

সারাবাংলা/এজেডকে/এমও