Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্যামলীতে বাসের ধাক্কায় নারীর মৃত্যু


২০ অক্টোবর ২০১৮ ১৮:১৭

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর শ্যামলী কলেজ গেটে বাসের ধাক্কায় রুমা আক্তার (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টায় তাকে মৃত ঘোষণা করেন।

মৃত রোমা সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বাড়গাঁও গ্রামের মো. লিটন সরকারের স্ত্রী। একমাত্র মেয়ে নুসরাত জাহান লামিয়াকে (৩) নিয়ে মিরপুর মধ্য পাইকপাড়ার একটি বাসায় ভাড়া থাকতো। স্বামী লিটন একটি পোশাক তৈরি কারখানায় চাকরি করেন।

স্বামী লিটন সরকার জানান, নিজের চিকিৎসার জন্য মেয়েকে নিয়ে তারা তিনজন শ্যামলী কলেজ গেটে এক চিকিৎসকের চেম্বারে এসেছিলেন। কলেজ গেটে বাস থেকে নেমে লিটন কন্যা সন্তান লামিয়াকে কোলে নিয়ে রুমাসহ রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় গাবতলিগামী একটি বাস লিটনের পিছনে থাকা রুমাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে।

পরে তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/এসএসআর/এমও

শ্যামলী সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর