Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না: গোলাম দস্তগীর গাজী


২০ অক্টোবর ২০১৮ ১৬:৫৪

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

নারায়ণগঞ্জ : বাংলার মানুষ সন্ত্রাসী ও জঙ্গিগোষ্ঠী বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

শনিবার (২০ অক্টোবর) বিকেলে রূপগঞ্জের পূর্বাঞ্চল রাজউক অফিস সংলগ্ন জনতা উচ্চ বিদ্যালয় মাঠে গাজী গোল্ড কাপ ফুটবল টুনার্মেন্ট-২০১৮ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

খেলায় অংশ নেয় আমরা জোনাকি বনাম রূপগঞ্জ সানফ্লাওয়ার আইডিয়াল একাদশ।

অনুষ্ঠানে গোলাম দস্তগীর গাজী বলেন, ‘বাংলার মানুষ আর বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না। কারণ তারা সন্ত্রাসী ও জঙ্গিগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করে। বাংলার মানুষ চাই শান্তি। আওয়ামী লীগ সরকার শান্তির জন্য কাজ করে। দেশে হানাহানি ও রেষারেষির রাজনীতি আওয়ামী লীগ করে না। কেননা আওয়ামী লীগ সবসময় শান্তি প্রিয় রাজনীতিতে বিশ্বাস করে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বক্তব্যের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘মওদুদ বলেন জাতীয় ঐক্যের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করা হবে এবং নিরপেক্ষ নির্বাচন দিতে বাধ্য করা হবে। কিন্তু তাদের এ স্বপ্ন অধরাই থেকে যাবে। কেননা খালেদা জিয়া দুর্নীতি করবেন আর আদালত তার সাজা না দিয়ে খালাস দেবেন সেটা হতে পারে না। কারণ আদালত সকল তথ্য-প্রমাণের ভিত্তিতে বিচার করে থাকে। সুতরাং ঐক্যের মাধ্যমে খালেদা জিয়ার কারামুক্তির স্বপ্ন দেখা পাগলের প্রলাপ ছাড়া কিছু নয়।’

গোলাম দস্তগীর গাজী আরও বলেন, ‘বিএনপি জনবিচ্ছিন্নদের নিয়ে ঐক্য করেছে। তারা বলছে সরকার নাকি ঐক্যফ্রন্টকে ভয় পাই। যাদের সাথে কোনো জনগণ নেই তাদেরকে ভয় পাওয়ার কোনো কিছুই নেই। এছাড়া আগামী একাদশ নিবার্চনে বাংলার জনগণ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনবে। আওয়ামী সরকারের আমলে দেশে যতো উন্নয়ন হয়েছে অন্য কোনো সরকারের আমলে এত উন্নয়ন হয়নি।’

বিজ্ঞাপন

খেলা পরিচালনা কমিটির সভাপতি সালাউদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে খেলায় আরও উপস্থিত ছিলেন বাস্তবায়ন রাজধানী উন্নয়ন কতৃর্পক্ষ এর প্রধান প্রকৌশলী মো.আনোয়ার হোসেন, পূবার্ঞ্চল নতুন শহর প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী উজ্জ্বল মল্লিক, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন মোল্লা, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শেখ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মানজারী আলম টুটুল, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, জেলা পরিষদের সদস্য শ্রী শীলা রাণী পাল।

আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ স্বপন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, রূপগঞ্জ যুব মহিলালীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রীতা, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করীম মানজ্জুর, খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. রিটন প্রধানসহ অন্যরা।

সারাবাংলা/এসজে/একে

আওয়ামী লীগ গোলাম দস্তগীর গাজী জাতীয়-নির্বাচন নারায়ণগঞ্জ-১ আসন বিএনপি

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর