Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদ্রিদে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা উদযাপিত


১৮ অক্টোবর ২০১৮ ১৪:২০

।। কবির আল মাহমুদ ।।

স্পেন থেকে: ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে স্পেনের মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে উদযাপন করা হয়েছে ‘জাতীয় উন্নয়ন মেলা ২০১৮’। মঙ্গলবার (১৬ অক্টোবর) দূতাবাসের হলরুমে বর্ণিল এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনব্যাপী অনুষ্ঠিত এই মেলার উদ্বোধন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার। তিনি বর্তমান সরকারের বিগত প্রায় দশ বছরে অর্জিত উন্নয়ন ও সাফল্য সম্পর্কে প্রবাসী বাংলাদেশিসহ বিদেশি অতিথিদের অবহিত করেন।

আলোচনায় রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে চলার একটি রূপরেখা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন আজ রোল মডেলে পরিণত হয়েছে। বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও ডিজিটাল বাংলাদেশসহ বিভিন্ন ক্ষেত্রে বর্তমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। তিনি প্রবাসীদের পাঠানো অর্থ দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে উল্লেখ করে তাদের বিশেষ ধন্যবাদ জানান।

উন্নয়ন মেলা উপলক্ষে দূতাবাসের হলরুমে আর্থ-সামাজিক উন্নয়নের উপর একটি ভিডিওচিত্র উপস্থাপন করা হয়। এছাড়া বিভিন্ন পোস্টারে বাংলাদেশ সরকারের শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, ক্রীড়া, বিদ্যুৎ, নারীর ক্ষমতায়ন, অবকাঠামো, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, তৈরি পোশাক শিল্প, পাট, রপ্তানি ও রেমিটেন্সসহ এমডিজিতে সাফল্যচিত্র এবং স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তর তুলে ধরা হয়।

উন্নয়ন মেলায় প্রবাসী বাংলাদেশী ছাড়া ও বাংলাদেশে নিযুক্ত প্রাক্তন স্প্যানিশ রাষ্ট্রদূত এদুয়ার্দো দে লা ইগ্লেসিয়া, বিদেশী কূটনীতিক , স্প্যানিশ ব্যাবসায়ী সংগঠনের প্রতিনিধি, সান পাবলো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আন্তোনিও আলোনসোসহ বিদ্যালয়ের বেশ কয়েকজন স্প্যানিশ স্টুডেন্ট অনুষ্ঠান উপভোগ করেন।

বিজ্ঞাপন

দূতাবাস কর্মকর্তাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মিনিস্টার ও হেড অব চ্যান্সারি হারুন আল রশিদ, প্রথম সচিব(শ্রম) মো. শরিফুল ইসলামসহ সকল কর্মচারী। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্পর্কে বিদেশি কূটনৈতিক, স্পেনিশ ব্যবসায়ী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অবহিত করেন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ।

সারাবাংলা/এনএইচ

আরও পড়ুন: গ্রেনেড হামলা মামলার রায়ের প্রতিবাদে স্পেন বিএনপির মানববন্ধন

উন্নয়ন মেলা মাদ্রিদ স্পেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর