চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু
১৭ অক্টোবর ২০১৮ ১৫:২০
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে সিএনজি অটোরিকশায় বাসের ধাক্কায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন অপর এক ব্যাংক কর্মকর্তাসহ দুইজন।
বুধবার (১৭ অক্টোবর) সকালে নগরীর দেওয়ানহাট ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত আনোয়ারুল আজিম (৫৫) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের খাতুনগঞ্জ শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট।
আহতরা হলেন- ওই ব্যাংকের এফএভিপি শহীদুল ইসলাম (৪৫) ও সিএনজি অটোরিকশা চালক জহির উদ্দিন (৪০)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে জানান, সকালে রামপুরা আবাসিক এলাকার বাসা থেকে খাতুনগঞ্জে কর্মস্থলে যাচ্ছিলেন আনোয়ারুল আজিম ও শহীদুল ইসলাম। দেওয়ানহাট ফ্লাইওভারে তাদের বহনকারী সিএনজি অটোরিকশাটিকে পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে সেটি উল্টে গিয়ে সামনে থাকা ট্রাকের নিচে ঢুকে যায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আনোয়ারুল আজিমকে মৃত ঘোষণা করেন।
আহত শহীদুল ও জহির চমেক হহাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সারাবাংলা/আরডি/এনএইচ