জেদ্দা প্রবাসী চৌদ্দগ্রাম আওয়ামী পরিষদের কার্যকরী কমিটি গঠিত
১৬ অক্টোবর ২০১৮ ২৩:৩৫ | আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ২৩:৩৮
।। সেলিম আহমেদ, জেদ্দা, সৌদি আরব থেকে ।।
জেদ্দা প্রবাসী চৌদ্দগ্রাম আওয়ামী পরিষদের নব গঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
নব গঠিত কমিটির সভাপতি মো. মনির উদ্দিনের সভাপতিত্বে নাছির উদ্দিন ও ইসমাইল হোসেন বাবলুর যৌথ পরিচালনায়। জেদ্দার আজিজিয়া মেহরান হোটেলে এই কমিটি গঠন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদ সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ফরিদ মজুদদার, উপদেষ্টা মীর হোসেন মীরু, সিনিয়র সভাপতি কাজী জহির, সাধারণ সম্পাদক শামসুল আলম।
সভায় বক্তব্য রাখেন সাংবাদিক মোবারক হোসেন, এমদাদুল হক, ওয়াজি উল্লাহ্, নুরুল আমীন, আমানুল করিম ইমন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের শাসন ব্যবস্থার মান ভালো দেখেই এখন বিএনপি-জামায়াতের রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। তারা নিত্য নতুন চক্রান্ত শুরু করছে। তাদের রুখে দিতে দেশের মানুষই দাঁড়াবে বলে বক্তারা মন্তব্য করেন।
এই সময় জেদ্দা প্রবাসী চৌদ্দগ্রাম আওয়ামী পরিষদের অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রীর আস্থাভাজন মাননীয় রেলপথ মন্ত্রীকে ধন্যবাদ জানান জেদ্দা প্রবাসী চৌদ্দগ্রাম আওয়ামী পরিষদের নেতৃবৃন্দ।
আগামী নির্বাচনে রেলমন্ত্রীর পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন জেদ্দা প্রবাসী চৌদ্দগ্রাম আওয়ামী পরিষদের নব কার্যকারী কমিটি।
সারাবাংলা/এমআই