Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওমানে চট্টগ্রাম সমিতি গড়ে তুলেছে বাংলাদেশ স্কুলের খেলার মাঠ


১৬ অক্টোবর ২০১৮ ১৬:২৯ | আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ১৬:৩৯

।। সারাবাংলা ডেস্ক ।।

ওমানের বাংলাদেশ স্কুলে খেলার মাঠ তৈরি করছে সেখানকার চট্টগ্রাম সমিতি। প্রায় ২২ লাখ টাকা ব্যয়ে সবুজায়ন প্রকল্পের মাধ্যমে মাঠটিকে খেলার উপযোগী করে দিয়েছে প্রবাসী এই সংগঠনটি।

আর এর মধ্যে দিয়ে পূরণ হয়েছে শিক্ষার্থীদের দীঘদিনের স্বপ্ন। তারা পেয়েছে সবুজ ঘাসে ভরা বিশাল একটি খেলার মাঠ। ধূলো-বালির কারণে এতদিন মাঠটি ছিল খেলার পুরোপুরি অনুপোযোগী।

চট্টগ্রাম সমিতি, ওমানের সাহিত্য সম্পাদক কাজী রাশেদ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মাস্কাট শহরের আল গোবরায় অবস্থিত স্কুলটিতে বাংলাদেশসহ ১৭টি দেশের প্রায় দুই হাজার ছাত্র-ছাত্রী লেখাপড়া করছে। শিক্ষায় বেশ সুনাম আছে পুরো মধ্যপ্রাচ্যে।

বাংলাদেশ দুতাবাস আর বিত্তবান বাংলাদেশির অনুদানেই চলছে ১৯৯৬ সালে চালু হওয়া স্কুলটির কার্যক্রম। কিন্তু মাঠটির কোনো উন্নয়ন হয়নি।

বাংলাদেশ দূতাবাস আর স্কুল কর্তৃপক্ষের আহবানে সাড়া দিয়ে মাঠ উন্নয়নে এগিয়ে আসে চট্টগ্রাম সমিতি ওমান। গত মার্চে শুরু হয় মাঠ সবুজায়নের কাজ। গত মাসে শেষ হয় ঘাস বসানোর পুরো কাজ।

সম্প্রতি মাঠের অগ্রগতি পরিদর্শনের পর এক আলোচনা সভায় স্কুল পরিচালনা পর্যদের সদস্য ইঞ্জিনিয়ার আশরাফুর রহমান বলেন, ‘আমাদের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অনেকদিনের স্বপ্ন, প্রত্যাশা এবং দাবি ছিল একটা সবুজ খেলার মাঠ। কিন্তু অর্থাভাবে আমাদের পক্ষে তা করা সম্ভব হয়নি। আজ সে স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। একবারে বদলে গেছে পুরো স্কুলের পরিবেশ।’

অধ্যক্ষ অবসরপ্রাপ্ত মেজর মো. নাসিরউদ্দিন আহমেদ বলেন, ‘যখন দেখি আমাদের ছাত্র-ছাত্রীরা মাঠে খেলছে, সবুজে গড়াগড়ি করছে তখন মনটা ভরে উঠে। এমন সুন্দর সবুজ একটা মাঠ উপহার দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ চট্টগ্রাম সমিতি ওমানের কাছে। আমরা মনে করি সমিতির এই উদ্যোগ দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রবাসী অন্যান্য বাংলাদেশী সংগঠনগুলো এই দৃষ্টান্ত অনুসরণ করে স্কুলের উন্নয়নে এগিয়ে আসবে বলে আমাদের বিশ্বাস।

বিজ্ঞাপন

চট্টগ্রাম সমিতি ওমান’র সভাপতি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী বলেন, ওমানের বুকে বাংলাদেশ স্কুল মাস্কাট আমাদের জন্য বড় গৌরবের বিষয়। প্রবাসী বাংলাদেশিদের শিক্ষার প্রসারে প্রতিষ্ঠানটি যে অবদান রাখছে তা সত্যিই অতুলনীয়। মাঠ উন্নয়নের মাধ্যমে এমন একটা প্রতিষ্ঠানের পাশে দাঁড়াতে পেরে আমাদের সমিতি গর্ব বোধ করছে।

তিনি বলেন ‘মাঠটি দেখে মনটা ভরে গেল। অন্যরকম অনুভূতি কাজ করছে। মনে হচ্ছে মরুর বুকে একখন্ড সবুজ বাংলাদেশ। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীরা খেলাধূলার চর্চা করবে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এর চেয়ে বড় আনন্দ আর কী হতে পারে।’

সমিতির সিনিয়র সহসভাপতি নুরুল আমিন চৌধুরী, সহসভাপতি সৈয়দ মোহাম্মদ জসীম উদ্দিন, সৈয়দ জাহাঙ্গীর আলম ও নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক লায়ন প্রকৌশলী তাপস বিশ্বাস, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক পারভেজ মোহাম্মদ আমানুল্লাহ চৌধুরী বাবলু, অর্থ সম্পাদক নাছির মাহমুদ, সহসাংগঠিক সম্পাদক মহিউদ্দিন বাবু, সাহিত্য সম্পাদক কাজী রাশেদ, সহসাংস্কৃতিক সম্পাদক তৌহিদুল আলম এবং সদস্য মো. রিয়াদ ও স্থপতি মো. মিজানুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রাম সমিতি ওমানের প্রবাসীদের কল্যাণ ও আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। দুঃস্থ ও অসহায় প্রবাসীদের মরদেহ দেশে পাঠানো, হাসপাতালে চিকিৎসা থাকা অসুস্থদের ব্যয় বহন, জেলে থাকা প্রবাসীদের দেশে পাঠাতে বিমান টিকেটের ব্যবস্থা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ নানা ক্ষেত্রে সহযোগিতা করছে সমিতি। তাই প্রবাসী বাংলাদেশীদের আস্থার ঠিকানা হয়ে উঠেছে সংগঠনটি।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমআই

ওমান চট্টগ্রাম সমিতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর