Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বাবা-মা-মেয়ের মৃত্যু


১৬ অক্টোবর ২০১৮ ০৯:৩০ | আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ০৯:৫৪

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

টাঙ্গাইল : টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের মির্জাপুরে টাইলস বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে স্বামী, স্ত্রী ও তাদের শিশুসন্তান মারা গেছে।

সোমবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে মহাসড়কের শুভুল্যায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জয়পুর হাটের নিরঞ্জয় মালী (৩০), তার স্ত্রী সাগরী মালী (২৫) ও মেয়ে স্বর্ণা মালী (৭)। এ সময় আরো অন্তত ৫ জন আহত হয়। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের মধ্যে শিশু স্বর্ণা ছাড়া সবাই পোশাক কারখানায় কাজ করতেন।

হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক মতিউর রহমান জানান, ঢাকা থেকে বগুড়াগামী টাইলস বোঝাই একটি ট্রাক মির্জাপুরের শুভুল্যা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা আট যাত্রীর মধ্যে তিনজন মারা যায়। নিহত একটি শিশু ছাড়া বাকিরা সবাই গার্মেন্টস কর্মী। চন্দ্রা থেকে কম ভাড়ায় বাড়ি ফেরার জন্য এরা ওই টাইলস বোঝাই ট্রাকটিকে বেছে নিয়েছিলেন।

সারাবাংলা/এসএমএন

 

ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর