Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাঁটু ভাঙা দল জোট করেছে কোমর ভাঙার সঙ্গে: কাদের


১৫ অক্টোবর ২০১৮ ২০:০৮

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আওয়ামী লীগে ঐক্য থাকলে ৭০দল ঐক্য করলেও আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কা‌দের বলেছেন, হাঁটু ভাঙা দল বিএনপি এখন জোট করেছে কোমর ভাঙা দলের নেতা এক বুড়োর সঙ্গে। এই ঐক্য দেশের মানুষ বিশ্বাস করে না।

সোমবার (১৫ অক্টোবর) বিকালে ঢাকার যাত্রাবাড়ি চৌরাস্তা মোড়ে নির্বাচনী প্রচারপত্র বিতরণ অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

বিএনপির আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তারা ডাক দিলে জনগণ আসবে না। দশ বছরে বিএনপির আন্দোলন দেশের মানুষ দেখেনি, আন্দোল আর কবে হবে? মরা গাঙ্গে জোয়ার আসে না।’

‘সামনে নির্বাচন, বিএনপি সাত দফা দাবি দিয়েছে। তাদের সাত দফা দাবি মামা বাড়ির আবদার। সাত দফা দফা দাবি হলো নির্বাচন বানচালের ষড়যন্ত্রের দাবি’, যোগ করেন কাদের।

আগামী নির্বাচন খুব চ্যালেঞ্জিং হবে, এই নির্বাচনে দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র আছে উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগে ঐক্য থাকলে কেউ নির্বাচনে পরাজিত করতে পারবে না। স্লোগান পাল্টা স্লোগান দিয়ে নমিনেশন পাওয়া যাবে না। যারা জনগণের সঙ্গে ভালো আচরণ করে না, চাঁদাবাজি করে, অপকর্ম করে তাদের মনোনয়ন দেওয়া হবে না। ভালো হয়ে যান, কেউ অপকর্ম করবেন না, কেউ চাঁদাবাজি করবেন না। আওয়ামী লীগে দখলদার চাঁদাবাজদের জায়গা নেই।’

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন, ‘আপনাদের কাছে আমার দাবি একটাই, নমিনেশন পাবে একজন, বাকিরা যদি ভেতরে ভেতরে বিরোধিতা করে তাহলে আমাদের জন্য ভালো হবে না। প্রার্থী হওয়ার অধিকার সবারই আছে। অসুস্থ প্রতিযোগিতা কর্মীদের মধ্যে শত্রুতার সৃষ্টি করে। এই শত্রুতা সৃষ্টি করবেন না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএমএইচ/এমও

ওবায়দুল কাদের জাতীয় ঐক্য ফ্রন্ট বিএনপি

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর