Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাদশার আমন্ত্রণে মঙ্গলবার সৌদি যাচ্ছেন প্রধানমন্ত্রী


১৫ অক্টোবর ২০১৮ ১৮:২৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে চারদিনের সরকারি সফরে সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৬ অক্টোবর) তিনি ঢাকা ত্যাগ করবেন।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সোমবার বিকেলে (১৫ অক্টোবর) গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিফ্রিং অনুষ্ঠিত হয়।

এ সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের অর্থনৈতিক এবং সামরিক খাত শক্তিশালি হবে বলে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন।

সফরকালে ১৭ অক্টোবর সৌদি বাদশার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, দুই দেশের মধ্যে অর্থনৈতিক এবং সামরিক সহযোগিতা আরো শক্তিশালি করাই এই সফরের উদ্দেশ্য। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া সৌদি যুবরাজ মোহাম্মেদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গেও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

সৌদি বাদশার সঙ্গে সাক্ষাৎ শেষে ১৭ অক্টোবর রাতে রিয়াদ থেকে মদিনায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৮ অক্টোবর মহানবী হযরত মুহম্মদ (স.) এর রওজা মোবারক জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। মহানবীর রওজা জিয়ারত শেষে ওইদিনই মদিনা থেকে মক্কায় যাবেন শেখ হাসিনা। রাতে কাবা শরীফে পবিত্র ওমরাহ পালন করবেন।

১৮ অক্টোবর জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের জন্য কেনা নতুন জমিতে ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনও করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

সফরে সৌদি ব্যবসায়ী প্রতিনিধি দলের সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। সফরে দুই দেশের বেসরকারি পর্যায়ে ৪ থেকে ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হতে পারে’ বলেন পররাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

পররাষ্ট্রমন্ত্রী জানান, এ সফরে প্রধানমন্ত্রী সৌদির রিয়াদে নব নির্মিত বাংলাদেশ চ্যান্সেরি ভবন উদ্বোধন করবেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী বিগত ২০১৬ সালে সৌদি আরবে দ্বিপক্ষীয় সফর করেন। আরব ইসলামিক-আমেরিকান শীর্ষ সম্মেলনে যোগ দিতে ২০১৭ সালে প্রধানমন্ত্রী রিয়াদ সফর করেন। সর্বশেষ ২০১৮ সালে যৌথ সামরিক মহড়ার সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী দাম্মাম সফর করেন।

সারাবাংলা/জেআইএল/একে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর