Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জাতীয় ঐক্যে একদলীয় শাসন প্রকল্পের স্বপ্ন ভেঙে গেছে’


১৫ অক্টোবর ২০১৮ ১৮:১৫

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: জাতীয় ঐক্যের মাধ্যমে সরকারের একদলীয় শাসনের প্রকল্প বাস্তবায়নের স্বপ্ন ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, ‘আজ বাংলাদেশের গণতন্ত্রকামী নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে আইনের শাসন, বাকস্বাধীনতা, ভোটাধিকার, জীবনের নিরাপত্তা ফিরে পাওয়া। বাংলাদেশ মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রতিফলন হচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট।’

খসরু আরও বলেন, ‘বর্তমান সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে সেটি হলো গণতন্ত্র হত্যার প্রকল্প, একদলীয় শাসন প্রতিষ্ঠার প্রকল্প, জনগণকে বাহিরে রেখে নির্বাচনের প্রকল্প। আর সে প্রকল্পের বাস্তবায়ন হলো খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা, তারেক রহমানকে গ্রেনেড হামলা মামলায় সাজা দেওয়া। কিন্তু জাতীয় ঐক্য ফ্রন্ট গঠন হয়েছে। গ্রেনেড মামলায় আওয়ামী লীগের ষড়যন্ত্র ভেসে গেছে জাতীয় ঐক্য ফ্রন্ট গঠনের মাধ্যমে।

তিনি বলেন, ‘জাতীয় ঐক্য হয়ে গেছে। বাংলাদেশের বরেণ্য রাজনীতিবিদরা একত্রিত হয়েছেন। স্বাধীনতা সংগ্রামে যাদের অবদান তারা একতাবদ্ধ হয়েছেন। এখন এটি নিয়ে বসে থাকলে হবে না। জাতীয় ঐক্যকে এগিয়ে নিতে যা যা করা দরকার সব আমাদের করতে হবে। আন্দোলনের জন্য নিজেদের পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করতে হবে।’

সারাবাংলা/এসও/এমও

জাতীয় ঐক্য বিএনপি

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর