ভর্তি জালিয়াতিতে জড়িত ১৫ ছাত্রের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
৪ জানুয়ারি ২০১৮ ১৬:২৫ | আপডেট: ৪ জানুয়ারি ২০১৮ ১৬:৩১
সারাবাংলা ডেস্ক
ভর্তি জালিয়াতির সাথে জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৫ জন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ করেছে।
উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
ঢাবির প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী জানান ডিজিটাল ভর্তি জালিয়াতির সাথে জড়িত ১৫ শিক্ষার্থীর ভর্তি বাতিলের জন্য সিন্ডিকেটে সুপারিশ করা হয়েছে।
বিভিন্ন গণমাধ্যমে ভর্তি জালিয়াতির সাথে আরও বেশি সংখ্যক ছাত্রের ছবিসহ সংবাদ প্রকাশিত হলেও মাত্র ১৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কেন জানতে চাইলে প্রক্টর জানান, ‘যে কয়জনরে বিরুদ্ধে সুপারিস করেছে তাদের ব্যাপারে জানি বাকিদের ব্যাপারে জানি না।’
আজ (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের এক সভায় ১৫ জন ছাত্রের ছাত্রত্ব বাতিলের সুপারিশ করা হয়। ছাত্রত্ব বাতিল হওয়া শিক্ষার্থীরা হলেন,
ভূগোল ও পরিবেশ বিভাগের নাভিদ আনজুম তনয়, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের মো. রিফাত হোসাইন ও নাহিদ ইফতেখার, পদার্থ বিজ্ঞান বিভাগের মো. মহিউদ্দিন রানা, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের আবদুল্লাহ আল মামুন, মনোবিজ্ঞান বিভাগের মো. বায়জিত, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের মো. আজিজুল হাকিম, সংস্কৃত বিভাগের প্রসেনজিৎ দাস, স্বাস্থ্য অর্থনীতি বিভাগের ফারদিন অহমেদ সাব্বির, অর্থনীতি বিভাগের মো. তানভীর আহমেদ মল্লিক, ইসলাম স্টাডিজ বিভাগের রাফসান করিম, বাংলা বিভাগের আখিনুর রহমান অনিক, ইতিহাস বিভাগের টি এম তানভীর হাসাইন, শিক্ষা ও গবেষণা ইস্টিটিউটের মুন্সী মো. সুজাউর রহমান, পালি ও বুদ্ধিস্ট বিভাগের নাজমুল হাসান নাঈম।
ছাত্রত্ব বাতিলের এ সিদ্ধান্ত সিন্ডিকেট সভায় চূড়ান্ত করা হবে বলে জানান প্রক্টর।
সারাবাংলা/এমএ