Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূজার মিষ্টি


১৪ অক্টোবর ২০১৮ ১৫:৪২ | আপডেট: ১৪ অক্টোবর ২০১৮ ১৬:০৩

পূজার মিষ্টি

লাইফস্টাইল ডেস্ক।।

কাল থেকেই শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা। পূজার একটি অন্যতম অনুষঙ্গ হলো মিষ্টান্ন। পূজাকে স্বাগত জানাতে  মিষ্টি, সন্দেশের বিকল্প নেই।

আসুন জেনে নেই পূজায় বানানো কিছু সন্দেশ রেসিপি-

ছানার সন্দেশ

উপকরণ
ছানা (পানি ঝরানো) ২৫০ গ্রাম
চিনি ১০০ গ্রাম
পেস্তা (কুচি) ৫/৬ টি

পদ্ধতি
একটি পাত্রে ছানা ও চিনি নিয়ে একসাথে খুব ভাল করে মেখে নিন। এবার অন্য একটি পাত্রে ছানার মিশ্রণটি ঢেলে দিয়ে কম আঁচে নাড়তে হবে। ছানা শুকনো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন। মিশ্রণটি একটি পাত্রে ঢালুন।  ঠান্ডা হলে ছোট ছোট টুকরো করে কাটুন। এরপর উপরে পেস্তাকুচি দিন।

কোকো ডিলাইট

উপকরণ
ছানা ১ কাপ
চিনি ১/২ কাপ
কোকো পাউডার ১/২ কাপ
ভ্যানিলা অ্যাসেন্স ৫-৬ ফোঁটা
মাখন ১/২ চা চামচ

পদ্ধতি
ননস্টিক প্যানে ছানা ও চিনি দিয়ে অল্প আঁচে ছয়/সাত মিনিট ভালভাবে নাড়াচাড়া করতে হবে। ছানা শুকনো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন। ছানা অল্প ঠান্ডা হলে ভাল করে মেখে নিন। এবার অর্ধেক ছানা আলাদা করে অন্য পাত্রে রেখে দিন। বাকি অর্ধেক ছানার সাথে কোকো পাউডার ও ভ্যানিলা অ্যাসেন্স মিশিয়ে ভাল করে মেখে নিন। এবার একটি ট্রেতে মাখন লাগিয়ে নিন। প্রথমে সাদা ছানা ট্রেতে ঢালতে হবে এবং ছুরি দিয়ে উপরটা সমান করে নিতে হবে। সাদা ছানার উপরে কোকো পাউডার মেশানো ছানা ঢেলে দিতে হবে এবং ছুরি বা হাত দিয়ে সমান করতে হবে। এরপর ফ্রিজে একঘন্টা রেখে দিতে হবে মিশ্রণটি। ফ্রিজ থেকে বের করে ছুরি দিয়ে চারকোণা করে কাটতে হবে।

জাফরানি সন্দেশ

উপকরণ
ছানা ২৫০ গ্রাম
ঘন ক্রিম ২ টেবিলচামচ
চিনি ৭৫ গ্রাম
জাফরান ১ চা চামচ
এলাচ গুঁড়ো ১/২ চা চামচ
কিশমিশ ৭/৮ টি

বিজ্ঞাপন

পদ্ধতি
সন্দেশ তৈরি করার ১ ঘন্টা আগেই অর্ধেক জাফরান ১/২ চা চামচ পানিতে এবং বাকি অর্ধেক জাফরান ১ চা চামচ গরম দুধে ভিজিয়ে রাখতে হবে। একটি পাত্রে ছানা, ক্রিম ও চিনি মিশিয়ে ভাল করে মেখে নিন। এবার একটি ননস্টিক প্যানে ছানার মিশ্রণটি দিয়ে ৫ মিনিট কম আঁচে নাড়তে থাকুন। চুলা থেকে নামিয়ে ছানার মিশ্রণে এলাচ গুঁড়ো ও দুধে ভেজানো জাফরান দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। এবার বাজারে কেনা সন্দেশ ছাঁচের মধ্যে মিশ্রণটি অল্প অল্প করে দিয়ে তৈরি করতে হবে জাফরান সন্দেশ। প্রতিটি সন্দেশের উপরে কিশমিশ ও পানিতে ভেজানো জাফরান দিয়ে সাজাতে হবে।

আইসক্রিম সন্দেশ

উপকরণ
ছানা (পানি ঝরানো) ২৫০ গ্রাম
গুঁড়ো দুধ ৪ টেবিল চামচ
কনডেন্সড মিল্ক ১০০ মিলিগ্রাম
চিনি ২৫ গ্রাম
ঘন ক্রিম ২ টেবিল চামচ
ভ্যানিলা অ্যাসেন্স ৭-৮ ফোঁটা
মাখন ১/২ চা চামচ
পেস্তা ৬/৭ টি
জেলি সামান্য (সাজানোর জন্য)

পদ্ধতি
একটি পাত্রে ছানা, গুঁড়ো দুধ ও চিনি নিয়ে ভাল করে মেখে নিন। অন্য একটি পাত্রে কনডেন্সড মিল্ক ও ক্রিম খুব ভালভাবে মিশিয়ে নিন। এবার ছানার মিশ্রণে ভ্যানিলা অ্যাসেন্স ও কনডেন্সড মিল্কের মিশ্রণটি দিন। সবগুলো উপাদান ভালভাবে মেখে নিন। প্লাস্টিকের ছোট কয়েকটি কাপে মাখন লাগিয়ে নিন। প্রতিটি কাপের অর্ধেক অংশ পর্যন্ত এই মিশ্রণটি দিন। এরপর একঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। কাপগুলোর উপরে পেস্তাকুচি ও জেলি দিয়ে মনের মতো সাজাতে পারেন আইসক্রিম সন্দেশ। ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে হবে।

 

সারাবাংলা/টিসি/এসএস

দূর্গাপূজা দূর্গাপূজার মিষ্টি পূজার মিষ্টান্ন পূজার মিষ্টি পূজার সন্দেশ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর