ময়মনসিংহে ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’র মৃত্যু
১৪ অক্টোবর ২০১৮ ১১:১৯ | আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ১৬:১৪
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
ময়মনসিংহ : ময়মনসিংহ শহরের কালীবাড়ী এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শরীফ (৩২) নামে এক ব্যক্তি মারা গেছেন। নিহত শরীফ একজন মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থল খেকে পুলিশ ১০০ ইয়াবা ও পাঁচ কেজি গাজা উদ্ধার করেছে। এ সময় দুই পুলিশ কনসটেবলও আহত হয়েছেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, শনিবার (১৪ অক্টোবর) রাতে ডিবি’র দুইটি টিম কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। ডিবির দলটি কালীবাড়ী বাই লেন এলাকায় পৌঁছলে অজ্ঞাত ৫/৬ জন মাদক ব্যবসায়ী পুলিশকে লক্ষ্য করে অতর্কিতভাবে আক্রমন করে। এতে দুই পুলিশ সদস্য আহত হন। এসময় পুলিশ আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল খেকে শরীফ নামের এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ আহত অবস্থায় উদ্ধার করা হয়।
আহত মাদক ব্যবসায়ীর পকেট থেকে ১০০ ইয়াবা ও পাশে একটি বাজারের ব্যাগ থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে গুরুতর আহত শরীফকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত পুলিশ সদস্য শামীম ও সেলিমকে চিকিৎসার জন্য পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের শরীফের বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদকসহ সাতটি মামলা রয়েছে বলেও জানান শাহ কামাল আকন্দ।
সারাবাংলা/এসএমএন