বার্নিকাটের জায়গায় সিনেটে মিলারের নিয়োগ অনুমোদন
১৩ অক্টোবর ২০১৮ ১৬:৪৭ | আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ১৬:১৬
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে নিয়োগ পেতে দেশটির রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আস্থা অর্জনের পর যুক্তরাষ্ট্রের সিনেটের অনুমোদন পেয়েছেন কূটনীতিক আর্ল বরার্ট মিলার।
স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হেদার নওরেট এক বার্তায় শনিবার (১৩ অক্টোবর) এই তথ্য জানান।
ঢাকার যুক্তরাষ্ট্র মিশন জানিয়েছে, আইনসভার উচ্চকক্ষে সিনিটের অনুমোদন পাওয়ার ফলে আর্ল বরার্ট মিলারের নতুন দায়িত্বে যোগ দিতে এখন আর কোনো বাধা নেই। রাষ্ট্রদূত আর্ল বরার্ট মিলার খুব শিগগিরই তার পরিচয় পত্র রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে পেশ করবেন।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্টদূত মার্শা বার্নিকাটের মেয়াদ শেষ হওয়াতে তার জায়গায় নতুন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গত ১৭ জুলাই নতুন রাষ্ট্রদূত হিসেবে আর্ল বরার্ট মিলারের নাম ঘোষণা করেন।
ঢাকায় নিয়োগ পাওয়ার আগে আর্ল বরার্ট মিলার বতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।
এর আগে তিনি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত কনস্যুল জেনারেল ছিলেন। এ ছাড়া তিনি ভারতের নয়াদিল্লি, ইরাকের বাগদাদ এবং ইন্দোনেশিয়ার জাকার্তায় যুক্তরাষ্ট্রের পক্ষে একাধিক পদে দায়িত্ব পালন করেছেন।
সাহস এবং সাফল্যের সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের জন্য রাষ্ট্রদূত আর্ল বরার্ট মিলার স্টেট ডিপার্টমেন্টের ‘হিরোইজম’সহ একাধিক পদক পেয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষে ইউনাইটেড স্টেট মেরিন কর্প কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে শিক্ষালাভ করেন।
সারাবাংলা/জেআইএল/এমও