সিরাজগঞ্জে ২৫ জেলের কারাদণ্ড
১৩ অক্টোবর ২০১৮ ১৪:১৪ | আপডেট: ১৩ অক্টোবর ২০১৮ ১৫:২৮
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে ২৫ জেলেকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৬৩ হাজার মিটার কারেন্ট জালও ধ্বংস করা হয়েছে।
শনিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আনিছুর রহমান এই সাজা দেন।
চৌহালি উপজেলা মৎস্য অফিসের সহকারী কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, অভিযানের সময় প্রায় সাড়ে ৭ লাখ টাকা মূল্যের ৬৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়া প্রত্যেক জেলেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাজা পাওয়া জেলরা হলেন, চৌহালীর ঘোড়জান ইউনিয়নের আবু হানিফ (২৮), চাঁন মিয়া (৩৩), খাষপুখুরিয়া ইউনিয়েনের গোলাম মোস্তফা (২৯), শামছুল ইসলাম (২৫), স্থল ইউনিয়নের সোহেল রানা (২১), রতন মিয়া (১৭), মালেক জিন্নাহ (২৬), সাইফুল ইসলাম (২৪), এরশাদ আলী (২৮), জহুর“ল ইসলাম (২৫), আলমগীর হোসেন (২৪), ওয়াজেদ আলী (২৮), জহির উদ্দিন (২৫), উমরপুর ইউনিয়নের ইমদাদুল হক (৩০), নুরজামাল (২৭), শামীম হোসেন (১৯), আমির হামজা (২৩), মোতালেব হোসেন (২৯), ইব্রাহিম হোসেন (১৫), মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারি গ্রামের নজরুল ইসলাম (১৮), লিটন হোসেন (২৬), সবুজ হোসেন (২৬), মানিক মিয়া (১৯), রবিউল ইসলাম (২৮) ও পাবনার বেড়া উপজেলার রহম আলী (৫২)।
সারাবাংলা/এমএইচ/জেডএফ