২১ আগস্ট হামলার রায় বিএনপির প্রত্যাখ্যানে জাতি হতাশ: হানিফ
১১ অক্টোবর ২০১৮ ১৮:২৫ | আপডেট: ১১ অক্টোবর ২০১৮ ১৮:২৬
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: বিএনপি ২১ আগস্ট হামলার রায় প্রত্যাখ্যান করায় জাতি হতাশ হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে গুলশানের লেকশোর হোটেলে ‘বাস্তবসম্মত গণতন্ত্রে নাগরিকদের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় ও বিএনপির বৈধতা একটি সংকট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে শুরু থেকেই বিএনপি মিথ্যাচার করে আসছে দাবি করে হানিফ বলেন, ‘একুশে আগস্ট গ্রেনেড হামলার পর পার্লামেন্টে একটা নিন্দা প্রস্তাব পর্যন্ত করতে দেওয়া হয়নি, এমনকি খালেদা জিয়া বলেছিলেন ভ্যানেটি ব্যাগে করে নাকি আমাদের নেত্রী গ্রেনেড নিয়ে গেছেন। এ রকম নিষ্ঠুর রসিকতা করেছে বিএনপি, এরকম রসিকতার শেষ নেই।’
‘আজ চৌদ্দ বছর পরে এই মামলার রায় হয়েছে। এই রায়ের পরে মির্জা ফখরুল সাহেব এই রায়টি প্রত্যাখ্যান করেছেন, এতে আমরা হতাশ হয়েছি। এই রায়ের পর জাতি আশা করেছিল মির্জা ফখরুল সাহেব ও বিএনপির নেতারা ভুল স্বীকার করে, দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে সুস্থ রাজনৈতিক ধারায় ফিরে আসবে’, যোগ করেন হানিফ।
বিএনপি রাজনৈতি ভাবে এই দায় এড়াতে পারে না উল্লেখ করে হানিফ বলেন, ‘কিন্তু এই রায় প্রত্যাখ্যানের মধ্য দিয়ে প্রমাণ করেছে তারা এই ঘটনার সঙ্গে সর্ম্পৃক্ত ছিল। তাই শুরু থেকে মিথ্যাচার করে এই রায়কে প্রত্যাখ্যান করেছে।’
তারেক রহমানের সমালোচনা করে হানিফ বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিজেই ১৯ বার ক্যু এর নাম করে দেখে দেখে মুক্তিযোদ্ধাদের ফাঁসি দিয়েছিল। জিয়াউর রহমানের পরে আজকে যারা বিএনপির দায়িত্বে আছে এর মধ্যে তারেক রহমান নিজে বহুবার সন্ত্রাসী হিসেবে নিজেকে প্রমাণ করেছে।’
সুশীল সমাজের ব্যক্তিদের উদ্দেশ্য করে হানিফ বলেন, ‘আজ সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, একুশে আগস্টসহ যারা বারবার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে এমন রাজনৈতিক দল, যেখানে কানাডার কোর্ট তাদের সন্ত্রাসী দল হিসেবে চিহ্ণিত করেছে, বাংলাদেশের রাজনীতিতে তাদের রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। আমি মনে করি রাজনৈতিক দল হিসেবে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশের জনগণকে এখন এগিয়ে আসতে হবে। এই বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে তাদের সমাজ থেকে দেশ থেকে অবৈধ হিসেবে ঘোষণা করতে হবে। তাদের বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই।’
তিনি বলেন, ‘আমাদের শিক্ষক, সাংবাদিক, কবি সাহিত্যিক বুদ্ধিজীবী সবার প্রতি আহ্বান থাকবে এই রায়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বিএনপি রাজনৈকিত ভাবে একটা সন্ত্রাসী দল। হত্যা খুনের মধ্য দিয়ে বিএনপি সৃষ্টি হয়েছিল, এই দলকে আর বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। আপনারা সবাই সোচ্চার হোন, ঐক্যবদ্ধ হোন। স্বপ্নের সোনার বাংলা গড়তে চাইলে এখন থেকেই বিএনপিকে রাজনৈতিক ভাবে বৈধতা দেবেন না।’
অশিকুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- খুশি কবির, সারাবাংলা ডটনেট, দৈনিক সারাবাংলা ও গাজী টিভির এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত, একাত্তর টিভির সিও মোজ্জামেল বাবু, নিরাপত্তা বিশেষজ্ঞ মোহাম্মদ আলী শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেলিম মাহমুদ।
আরও পড়ুন: সন্ত্রাসী সংগঠন হিসেবে বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার দাবি
সারাবাংলা/এমএমএইচ/এমও