।। স্পোর্টস ডেস্ক ।।
জাতীয় দলের জার্সিতে ক্যারিয়ার শুরু করেছিলেন ২০০৬ সালের ডিসেম্বরে। প্রায় ১২ বছর পর এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানি বাঁহাতি স্পিনার আব্দুর রেহমান।
২০০৬ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয়েছিল রেহমানের। টেস্টে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়েছিল ২০০৭ সালের অক্টোবরে। সেই টেস্ট দিয়েই টেস্ট ক্রিকেটে সূচনা হয়েছিল তার। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একই বছরের ফেব্রুয়ারিতেই টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল এই স্পিনারের। সবশেষ মাঠে নেমেছিলেন ২০১৪ আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলার পর। এরপর আর মাঠে নামার সুযোগ হয়নি তার। এর আগে মিসবাহ উল হক জাতীয় দলের অধিনায়ক থাকাকালেই নিজেকে চিনিয়েছিলেন আব্দুর রেহমান।
ক্যারিয়ারে ২২টি টেস্ট, ৩১টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টি খেলেছেন ৩৮ বছর বয়সি এই স্পিনার। টেস্টে বল হাতে ২২ ম্যাচে ৯৯ উইকেট, ওয়ানডেতে ৩১ ম্যাচে ৩০টি ও টি-টোয়েন্টিতে ৮ ম্যাচে ১১টি উইকেট আছে তার ঝুলিতে।
২০১২ সালে সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। সেবার নিজের বোলিং দক্ষতার প্রমাণ দিয়েছিলেন রেহমান। ২০১১ সালের বিশ্বকাপেও দারুণ পারফরম্যান্স ছিল এই স্পিনারের।
সারাবাংলা/এসএন