Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ ওবায়দুল কাদেরের


৯ অক্টোবর ২০১৮ ২০:১৯

।। স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট ।।

ঢাকা: আগামীকাল বুধবার ২১ আগস্ট গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে যেকোনো নাশকতা মোকাবিলায় আওয়ীমী লীগের প্রত্যেক নেতাকর্মীকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমরা কাউকে আক্রমণ করব না, তবে আক্রান্ত হলে দাঁত ভাঙা জবাব দেবো।’

মঙ্গলবার (৯ অক্টোবর) বি‌কা‌লে রাজধানীর শ্যামপুরের মীর হাজারিবাগ মোড়ে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামীকাল সবাই সতর্ক থাকবেন। কোনো অবস্থায় উত্তেজিত হওয়া যাবে না। আমরা ন্যায়বিচার চাইছি। আমরা অতিরিক্ত কিছু দাবি করছি না। যে অপরাধী তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করতে হবে। সে যেই হোক সে যত প্রভাবশালীই হোক। এত রক্ত, এত প্রাণহানি তার বিচার কি বাংলাদেশে হবে না?’

‘আওয়ামী লীগের সুবিধাবাদী চক্র ২১ আগস্টের সঙ্গে জাড়িত’, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্ত‌ব্যের জবা‌বে ওবায়দুল কাদের বলেন, ‘মিথ্যাচারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছাড়িয়ে গেছেন। মিথ্যাচারের জন্য যদি নোবেল পুরস্কার দেওয়া হতো ফখরুল সাহেবকে এই মিথ্যাচারের জন্য দেওয়া উচিত।’

ওবায়দুল কাদের ব‌লেন, ‘আমাদের ৫০০ নেতাকর্মী এখনো শরীরে স্প্লিন্টার বহন করে যাচ্ছে। আমরা এখনো নামাজের সিজদায় দাঁড়াতে পারে না। আমি নিজেও এখনো সেজদা দিতে পারি না। আমাদের নেত্রী শেখ হাসিনা তখন বিরোধীদলের নেত্রী সংসদে বলেছিলেন, আমি কিছু বলতে চাই। তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেসময় বললেন, শেখ হাসিনা নাকি ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন! কি নিষ্ঠুর কী, নির্মম এই দল।’

বিজ্ঞাপন

বিএনপির যেকোনো নাশকতার দাঁতভাঙ্গা জবাব দেওয়ার প্রত্যয় জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘এটা ২০১৪ সাল না, এটা ২০১৮ সাল। মাঝে চার বছর পেরিয়ে গেছে। এখন যদি কোথাও পেট্রলবোমা, নাশকতা করতে চান জনগণ তার প্রতিরোধ করবে। যদি রাজনৈতিকভাবে আন্দোলন করেন, তাহলে আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করব। কিন্তু নাশকতার চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে যাবে।’

গণসংযোগ কর্মসূচি আরও দীর্ঘ হবে জানি‌য়ে কা‌দের ব‌লেন, ‘নেত্রী আমাকে বলেছেন নির্বাচন পর্যন্ত এই গণসংযোগ কর্মসূচি চালিয়ে যেতে। নির্বাচন ডিসেম্বরে হোক বা জানুয়ারিতে হোক; আমরা প্রস্তুত আছি।’

বিএনপি নেতাদের সর্বাত্মক আন্দোলন প্রসঙ্গে কাদের বলেন, ‘এবার আন্দোলনের ডাক দিলে তাদের গণপিটুনি খাওয়ার সম্ভাবনা আছে। ঘরে বসে আন্দোলনের ডাক দিয়ে যারা হিন্দি সিরিয়াল দেখে এরা কি আন্দোলন করবে? এখন সবাই ইলেকশন মুডে। সারাদেশে উৎসব শুরু হয়ে গেছে। এসময় আন্দোলনের ডাক নিয়ে জনগণের কাছে গেলে, গণপিটুনি খায় কিনা আমার সন্দেহ আছে।’

সারাবাংলা/এমএমএইচ/এমও

২১ আগস্ট গ্রেনেড হামলা আওয়ামী লীগ ওবায়দুল কাদের বিএনপি

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর