Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাশোগি দূতাবাস থেকে বেরিয়েছেন সৌদিকে প্রমাণ করতে হবে: এরদোয়ান


৯ অক্টোবর ২০১৮ ১৪:০৫ | আপডেট: ৯ অক্টোবর ২০১৮ ১৫:৪৫

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

এক সপ্তাহ হয়ে গেলেও যুক্তরাষ্ট্রে নির্বাসিত সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোগির কোন হদিস মিলেনি। এরমধ্যেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সৌদি আরবকে উদ্দেশ্যে করে বলছেন, দেশটির কর্তৃপক্ষকে প্রমাণ করতে হবে যে, সৌদি দূতাবাসে প্রবেশের পর খাশোগি দূতাবাস ত্যাগও করেছেন। খবর আল-জাজিরা।

হাঙ্গেরি সফরকালে সোমবার (৮ অক্টোবর) বুদাপেস্ট-এ এক সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, কি ঘটেছে তদন্ত থেকে আমদের যত দ্রুত সম্ভব জানতে হবে। ‘খাশোগি দূতাবাস ছেড়েছেন’ শুধু এই কথা বলে কর্মকর্তারা পার পাবেন না।

এরদোয়ান আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে প্রমাণ দিতে বাধ্য। যদি সে দূতাবাস ত্যাগ করেন তাহলে দৃশ্যমান কোন প্রমাণ থাকতে হবে। তুর্কি এয়ারলাইনস ও অন্যান্য বিমান সংস্থার ফ্লাইটগুলো চেক করা হয়েছে। নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা এবং পররাষ্ট্রমন্ত্রণালয় যৌথভাবে এ ঘটনাটির অনুসন্ধান করছে। তাদের তদন্ত প্রতিবেদন আমরা দেখতে পাব।

এদিকে খাশোগির অনুসন্ধানে পূর্ণ সহযোগিতা করতে সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে তুরস্ক। সোমবার তুরস্কের পক্ষ থেকে বলা হয়, সৌদি দূতাবাসের অভ্যন্তরে দেশটি ফরেনসিক অনুসন্ধান চালাতে চায়।

উল্লেখ্য, গত ২ অক্টোবর তুরস্কে সৌদি দূতাবাসে ব্যক্তিগত কাজে প্রবেশের পর থেকে খোঁজ মিলছে না দ্য ওয়াশিংটন পোস্টের  সাংবাদিক জামাল খাশোগির। তুরস্ক ধারণা করছে, খাশোগিকে সৌদি দূতাবাসের অভ্যন্তরেই হত্যা ও পরে লাশ গুম করা হয়েছে। তবে সৌদি দূতাবাসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা বলা হয়, খাশোগি দূতাবাস ছেড়ে বেরিয়ে গেছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন: সৌদি দূতাবাসের ভেতরে সাংবাদিক খাশোগি হত্যা, দাবি তুরস্কের

খাশোগি সৌদি রাজতন্ত্র ও যুবরাজ সালমানের সমালোচনায় সরব ছিলেন। বিভিন্ন লেখার মাধ্যমে তিনি সৌদি আরবের কাতার ও কানাডা নীতি, ইয়েমেন যুদ্ধ ও দেশটির গণমাধ্যমের কণ্ঠরোধের বিষয়গুলো তুলে আনেন।

সারাবাংলা/এনএইচ

জামাল খাশোগি তুরস্ক রিসেপ তাইয়েপ এরদোয়ান সৌদি আরব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর