কক্সবাজারে প্রাইভেট কারের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু
৮ অক্টোবর ২০১৮ ১৯:০১
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
কক্সবাজার : কক্সবাজার শহরের লিংক রোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. জিসান (১৯) নামে এক কলেজ ছাত্র মারা গেছেন। এসময় আরও দুইজন আহত হয়েছেন।
সোমবার (৮ অক্টোবর) দুপুর ২ টার দিকে কক্সবাজার সদরের লিংকরোড় এলাকায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এঘটনা ঘটে।
পরে বিকাল ৫ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান জিসান। নিহত জিসান রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান ইউনুচ ভুট্টুর ছেলে ও কক্সবাজার সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে নিহত জিসানের বাবা ইউপি চেয়ারম্যান ইউনুচ ভুট্ট জানান, সোমবার দুপুরে দক্ষিণ মিঠাছড়ি থেকে মোটরসাইকেল নিয়ে জিসান ও তার দুই বন্ধু লিংকরোড়ের দিকে যাচ্ছিলেন। পথে একটি প্রাইভেট কার তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেলের তিনজন। তাদের উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।
পরে দ্রুত উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়। তবে চমেক হাসপাতালে নেওয়ার পথেই জিসান মারা যান।
সারাবাংলা/এসএমএন